
গাজীপুর জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সরকারকে এক নারীসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গতকাল বুধবার দুপুরে গাবতলি এলাকা থেকে এক নারীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান।
জাহাঙ্গীর সরকার গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে। ২০১৬ সাল থেকে বহিষ্কারের আগপর্যন্ত তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।
মশিউর রহমান বলেন, ‘বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকারের সঙ্গে আলিয়া আক্তার রিয়া নামে অপর এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।’
ডিসি মশিউর আরও বলেন, ‘জাহাঙ্গীর সরকারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মাদক কাণ্ড ঘটনার পরপরই গা ঢাকা দেয় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা। মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় প্রাইভেটকারের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি। ওই সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরের প্রাইভেটকার চালকসহ তাঁর চার সহযোগীকে। এরপরই বেরিয়ে আসে ওই চালানটি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের। এরই মধ্যে তাঁকে আসামি করে মামলা করা হয়। পরদিন বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

গাজীপুর জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সরকারকে এক নারীসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গতকাল বুধবার দুপুরে গাবতলি এলাকা থেকে এক নারীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান।
জাহাঙ্গীর সরকার গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে। ২০১৬ সাল থেকে বহিষ্কারের আগপর্যন্ত তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন।
মশিউর রহমান বলেন, ‘বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকারের সঙ্গে আলিয়া আক্তার রিয়া নামে অপর এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।’
ডিসি মশিউর আরও বলেন, ‘জাহাঙ্গীর সরকারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মাদক কাণ্ড ঘটনার পরপরই গা ঢাকা দেয় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা। মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় প্রাইভেটকারের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি। ওই সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরের প্রাইভেটকার চালকসহ তাঁর চার সহযোগীকে। এরপরই বেরিয়ে আসে ওই চালানটি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের। এরই মধ্যে তাঁকে আসামি করে মামলা করা হয়। পরদিন বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৯ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৪০ মিনিট আগে