কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মো. নবীল হোসেন পালোয়ান নামের একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ইসমাইল, তাঁর বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ান বিরোধপূর্ণ জমি থেকে ধান কাটতে যান। সেখানে চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীলের ছেলে সুফল হোসেন তাঁদের ওপর হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় হামলাকারীদের আঘাতে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পর রক্তাক্ত অবস্থায় ইসমাইলকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আলাউদ্দিন এলাকাবাসীর বরাতে জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
হত্যার বিষয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মো. নবীল হোসেন পালোয়ান নামের একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ইসমাইল, তাঁর বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ান বিরোধপূর্ণ জমি থেকে ধান কাটতে যান। সেখানে চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীলের ছেলে সুফল হোসেন তাঁদের ওপর হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় হামলাকারীদের আঘাতে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পর রক্তাক্ত অবস্থায় ইসমাইলকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আলাউদ্দিন এলাকাবাসীর বরাতে জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
হত্যার বিষয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২৪ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৬ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৮ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে