Ajker Patrika

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জমায়েতে গুলি, আহত ১

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৫
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জমায়েতে গুলি, আহত ১
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ শুরু। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির পর জমায়েত লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এতে মোবাশ্বের হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন জানান।

গতকাল শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে একদল কিশোর-তরুণকে পিটুনি দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ গাজীপুরে দিনভর বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এসব কর্মসূচিতে অংশ নেন। তাঁরা চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা জানান, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম চলে যাওয়ার ঘণ্টাখানেক পর এই গুলির ঘটনা ঘটে। সন্ধ্যার কিছু পরে রাজবাড়ীর পশ্চিম পাশের রাজদীঘির পাড় থেকে মোটরসাইকেলের আরোহী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, মোবাশ্বের হোসেন মহানগরীর হাড়িনাল এলাকার আলী আহমেদের ছেলে। ঘটনার পর তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত