গাজীপুর প্রতিনিধি

২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় ফিরে যান।
স্থানীয়রা জানায়, আজ সকালে কালিয়াকৈর সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ২১ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা পাঁচজন শ্রমিকের পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে চলে যান। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, তাঁদের প্রধান দাবি হলো–কারখানায় ইতিপূর্বে বরখাস্ত পাঁচ শ্রমিককে পুনর্বহাল করতে হবে, চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদানসহ ২১ দফা।
তাঁরা আরও জানান, কারখানার কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।

২১ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন তাঁরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় ফিরে যান।
স্থানীয়রা জানায়, আজ সকালে কালিয়াকৈর সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে ২১ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা পাঁচজন শ্রমিকের পুনর্বহাল, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে চলে যান। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, তাঁদের প্রধান দাবি হলো–কারখানায় ইতিপূর্বে বরখাস্ত পাঁচ শ্রমিককে পুনর্বহাল করতে হবে, চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয়, উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদানসহ ২১ দফা।
তাঁরা আরও জানান, কারখানার কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৫ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১৯ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে