শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে দেওয়া হচ্ছে মাটি। সেই সঙ্গে এতে মেশানো সুরকির মান খুবই খারাপ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে গতকাল বৃহস্পতিবার কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে শ্রীপুর পৌরসভার লোহাগাছ থেকে রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে। ৪ কোটি ৩০ লাখ টাকার এ কাজের দরপত্র হয় তিন বছর আগে। কিন্তু বন বিভাগের বাধার মুখে কাজ বন্ধ ছিল। এখন এক সপ্তাহ ধরে কাজ চলছে। এটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বিমান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির।
সরেজমিনে দেখা গেছে, বালুর নাম করে ট্রাকে আনা হচ্ছে কালো রঙের মাটি। এর সঙ্গে অর্ধেক এক নম্বর ইটের সুরকি দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে খুবই কম এবং মানও খারাপ। এই মিশ্রণ সড়কে ফেলে রোলার মেশিন দিয়ে চাপা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আয়ুব আলী বলেন, ‘এই রাস্তার জন্য আমরা বহু বছর অনেক কষ্ট করছি। বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি এবং বহুবার মানববন্ধন করেছি। বন বিভাগের বাধার কারণে রাস্তার কাজ বন্ধ ছিল। এখন নতুন করে কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি। কিন্তু এটা কী দেখছি। আগে কাদামাটি ঠেলে যাতায়াত করেছি। এখন যে রাস্তা হচ্ছে, তা এক মাসও যাবে না। রাস্তায় যে বালু দেওয়া হচ্ছে, এমন বালু কোনো দিন দেখিনি।’
বিন্দুবাড়ি গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির সভাপতি শাহজাহান ফকির এই কাজ করছেন। আমরা ওনাকে ফোন করে জানিয়েছি, কিন্তু তবুও কাজ চলেছে। পরে উপজেলা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি কাজ বন্ধ করতে। এরপর আমরা সবাই মিলে চাপ সৃষ্টি করলে কাজ বন্ধ হয়।’
সরেজমিনে দেখা যায়, নির্মাণসামগ্রী খুবই নিম্নমানের। এ জন্য চূড়ান্তভাবে কাজ বন্ধ করা হয়। ঠিকাদারকে নিম্নমানের মালপত্র সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আব্দুস সামাদ পত্তনদার, এলজিইডি শ্রীপুরের প্রকৌশলী
এ নিয়ে কথা হলে রাস্তার কাজের সাব-কন্ট্রাক্টর আব্দুর রহমান বলেন, ‘এই বালুর রং একটু কালো। সুরকিও দেওয়া হয়েছে। চালুনি দিয়ে চালার পর সুরকি বের হবে। বালুর রং এমন কেন বলতে পারব না।’
জানতে চাইলে ঠিকাদার শাহজাহান বলেন, ‘আমার অগোচরে ৩-৪টি বালুর গাড়িতে একটু নিম্নমানের বালু দেওয়া হয়েছে। আমি জানতে পারছি। সেগুলো সরিয়ে বালু দিয়ে নির্মাণকাজ করা হবে। আমি বলতে পারি, সড়কে ১০০ ভাগ কাজ ভালো হবে।’
যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শ্রীপুরের প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার বলেন, ‘বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারকে ফোন দিয়ে কাজ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরেজমিনে দেখা যায়, নির্মাণসামগ্রী খুবই নিম্নমানের। এ জন্য চূড়ান্তভাবে কাজ বন্ধ করা হয়। ঠিকাদারকে নিম্নমানের মালপত্র সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে দেওয়া হচ্ছে মাটি। সেই সঙ্গে এতে মেশানো সুরকির মান খুবই খারাপ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে গতকাল বৃহস্পতিবার কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে শ্রীপুর পৌরসভার লোহাগাছ থেকে রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে। ৪ কোটি ৩০ লাখ টাকার এ কাজের দরপত্র হয় তিন বছর আগে। কিন্তু বন বিভাগের বাধার মুখে কাজ বন্ধ ছিল। এখন এক সপ্তাহ ধরে কাজ চলছে। এটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বিমান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির।
সরেজমিনে দেখা গেছে, বালুর নাম করে ট্রাকে আনা হচ্ছে কালো রঙের মাটি। এর সঙ্গে অর্ধেক এক নম্বর ইটের সুরকি দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে খুবই কম এবং মানও খারাপ। এই মিশ্রণ সড়কে ফেলে রোলার মেশিন দিয়ে চাপা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আয়ুব আলী বলেন, ‘এই রাস্তার জন্য আমরা বহু বছর অনেক কষ্ট করছি। বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি এবং বহুবার মানববন্ধন করেছি। বন বিভাগের বাধার কারণে রাস্তার কাজ বন্ধ ছিল। এখন নতুন করে কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি। কিন্তু এটা কী দেখছি। আগে কাদামাটি ঠেলে যাতায়াত করেছি। এখন যে রাস্তা হচ্ছে, তা এক মাসও যাবে না। রাস্তায় যে বালু দেওয়া হচ্ছে, এমন বালু কোনো দিন দেখিনি।’
বিন্দুবাড়ি গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির সভাপতি শাহজাহান ফকির এই কাজ করছেন। আমরা ওনাকে ফোন করে জানিয়েছি, কিন্তু তবুও কাজ চলেছে। পরে উপজেলা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি কাজ বন্ধ করতে। এরপর আমরা সবাই মিলে চাপ সৃষ্টি করলে কাজ বন্ধ হয়।’
সরেজমিনে দেখা যায়, নির্মাণসামগ্রী খুবই নিম্নমানের। এ জন্য চূড়ান্তভাবে কাজ বন্ধ করা হয়। ঠিকাদারকে নিম্নমানের মালপত্র সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আব্দুস সামাদ পত্তনদার, এলজিইডি শ্রীপুরের প্রকৌশলী
এ নিয়ে কথা হলে রাস্তার কাজের সাব-কন্ট্রাক্টর আব্দুর রহমান বলেন, ‘এই বালুর রং একটু কালো। সুরকিও দেওয়া হয়েছে। চালুনি দিয়ে চালার পর সুরকি বের হবে। বালুর রং এমন কেন বলতে পারব না।’
জানতে চাইলে ঠিকাদার শাহজাহান বলেন, ‘আমার অগোচরে ৩-৪টি বালুর গাড়িতে একটু নিম্নমানের বালু দেওয়া হয়েছে। আমি জানতে পারছি। সেগুলো সরিয়ে বালু দিয়ে নির্মাণকাজ করা হবে। আমি বলতে পারি, সড়কে ১০০ ভাগ কাজ ভালো হবে।’
যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শ্রীপুরের প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার বলেন, ‘বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারকে ফোন দিয়ে কাজ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরেজমিনে দেখা যায়, নির্মাণসামগ্রী খুবই নিম্নমানের। এ জন্য চূড়ান্তভাবে কাজ বন্ধ করা হয়। ঠিকাদারকে নিম্নমানের মালপত্র সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৮ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৬ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৭ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪৩ মিনিট আগে