Ajker Patrika

‘মা’ ডাকা যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা, যুবক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
‘মা’ ডাকা যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা, যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ৪৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে উঠছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ওই নারী। আজ শনিবার সকালে থানায় একটি ধর্ষণের মামলা করার পর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। 

এদিকে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। 

অভিযুক্ত যুবকের নাম শাকিল মাহমুদ (২৩)। তিনি বরিশাল জেলার হিজলা থানার গুয়াবাড়িয়া গ্রামের আবুল কালাম ব্যাপারীর ছেলে। শাকিল রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ বলছে, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে শাকিলের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরিচয়ের পরে শাকিল ওই নারীকে ‘মা’ বলে সম্বোধন করতেন। এর কিছুদিন পর তাঁরা একাধিকবার দেখা ও বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এরই একপর্যায়ে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সময় ভিডিও কলে কথা বলার সময় আপত্তিকর কিছু ছবি পাঠান ওই নারী। পরে শাকিল আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে প্রায়ই টঙ্গীতে ওই নারীর বাসায় আসতেন। এ সময় বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে জড়ান তারা। গত শুক্রবার বিকেলে ফের টঙ্গীর বাসায় এসে ওই নারীকে মারধরের পর ধর্ষণ করে। এ ঘটনায় শনিবার সকালে থানায় লিখিত অভিযোগে পর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘ফেসবুকের মাধ্যমে শাকিলের সাথে পরিচয় হয় আমার। সে আমাকে ‘মা’ ডেকেছে। পরে তাঁর সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে আমার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ও শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করেছে। আজ থানায় মামলা করেছি।’ 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত