শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে রামদা দিয়ে কুপিয়ে এক কৃষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামে এ ঘটনা ঘটে। বিচ্ছিন্ন করা কবজি নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক।
অভিযুক্ত ব্যক্তির নাম অমৃত বিশ্বাস (৪০)। তিনি তাঁতীসুতা গ্রামের রাম দুলাল বিশ্বাসের ছেলে এবং টাঙ্গাইলের নাগরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি অফিস ফাঁকি দিয়ে বাড়িতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন নিশ্চিত করেছেন নাগরপুর থানা-পুলিশ।
ভুক্তভোগী কৃষকের নাম হযরত আলী (৬০)। তিনিও তাঁতীসুতা গ্রামের বাসিন্দা।
আহত কৃষক হযরত আলীর স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আমার বসতবাড়ি পাশে অভিযুক্তরা বন বিভাগের জমিতে থাকা সৃজিত গাছের চারা কেটে জমি জবরদখল করতে চেষ্টা করে। এ সময় তাদের এ অবৈধ কাজে বাধা দেন আমার স্বামী। এ সময় অভিযুক্ত ব্যক্তি আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে। অভিযুক্তের হাতে থাকা ধারালো রামদা দিয়ে সজোরে কোপ দেয়। এ সময় আমার স্বামী হাত দিয়ে আত্মরক্ষায় চেষ্টা করলে তাঁর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় ওরা দৌড়ে চলে যায়। আমার স্বামী বিচ্ছিন্ন হাত নিয়ে দৌড়ে থানায় চলে যায়। এরপর আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিই। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’
তাঁতীসুতা গ্রামের বাসিন্দা মো. সোহাগ মিয়া বলেন, ‘অভিযুক্ত অমৃত পুলিশের দাপট দেখিয়ে প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে গ্রামের অনেক মানুষ অতিষ্ঠ। আমরা তার কঠিন বিচার দাবি করছি।’
শ্রীপুর সদর বিটের কর্মকর্তা মো. আলাল খান বলেন, ‘যে জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। সেটি বন বিভাগের জমি। বনের জমি নিয়ে তাদের বিরোধের বিষয়টি খুবই দুঃখজনক।’
টাঙ্গাইলের নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘কনস্টেবল অমৃত বিশ্বাসকে গতকাল জরুরি ডাক ডিউটিতে রেঞ্জ অফিসে পাঠানো হয়। সে তো কোনো ধরনের ছুটি নেয়নি, তবে কী করে বাড়িতে গেল, এ বিষয়ে আমাদের অবহিত করেনি। বিষয়টি ইতিমধ্যে আমরা অবহিত হয়েছি।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকতার বলেন, আজ সকালে কবজি বিচ্ছিন্ন কৃষক থানায় চলে আসেন। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে রামদা দিয়ে কুপিয়ে এক কৃষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামে এ ঘটনা ঘটে। বিচ্ছিন্ন করা কবজি নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক।
অভিযুক্ত ব্যক্তির নাম অমৃত বিশ্বাস (৪০)। তিনি তাঁতীসুতা গ্রামের রাম দুলাল বিশ্বাসের ছেলে এবং টাঙ্গাইলের নাগরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি অফিস ফাঁকি দিয়ে বাড়িতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন নিশ্চিত করেছেন নাগরপুর থানা-পুলিশ।
ভুক্তভোগী কৃষকের নাম হযরত আলী (৬০)। তিনিও তাঁতীসুতা গ্রামের বাসিন্দা।
আহত কৃষক হযরত আলীর স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আমার বসতবাড়ি পাশে অভিযুক্তরা বন বিভাগের জমিতে থাকা সৃজিত গাছের চারা কেটে জমি জবরদখল করতে চেষ্টা করে। এ সময় তাদের এ অবৈধ কাজে বাধা দেন আমার স্বামী। এ সময় অভিযুক্ত ব্যক্তি আমার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে। অভিযুক্তের হাতে থাকা ধারালো রামদা দিয়ে সজোরে কোপ দেয়। এ সময় আমার স্বামী হাত দিয়ে আত্মরক্ষায় চেষ্টা করলে তাঁর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় ওরা দৌড়ে চলে যায়। আমার স্বামী বিচ্ছিন্ন হাত নিয়ে দৌড়ে থানায় চলে যায়। এরপর আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিই। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’
তাঁতীসুতা গ্রামের বাসিন্দা মো. সোহাগ মিয়া বলেন, ‘অভিযুক্ত অমৃত পুলিশের দাপট দেখিয়ে প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে গ্রামের অনেক মানুষ অতিষ্ঠ। আমরা তার কঠিন বিচার দাবি করছি।’
শ্রীপুর সদর বিটের কর্মকর্তা মো. আলাল খান বলেন, ‘যে জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। সেটি বন বিভাগের জমি। বনের জমি নিয়ে তাদের বিরোধের বিষয়টি খুবই দুঃখজনক।’
টাঙ্গাইলের নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘কনস্টেবল অমৃত বিশ্বাসকে গতকাল জরুরি ডাক ডিউটিতে রেঞ্জ অফিসে পাঠানো হয়। সে তো কোনো ধরনের ছুটি নেয়নি, তবে কী করে বাড়িতে গেল, এ বিষয়ে আমাদের অবহিত করেনি। বিষয়টি ইতিমধ্যে আমরা অবহিত হয়েছি।’
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকতার বলেন, আজ সকালে কবজি বিচ্ছিন্ন কৃষক থানায় চলে আসেন। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে