নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে শাহজাহান ওমরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যা। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম।
অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।
মামলায় বাস পোড়ানো ক্ষয়ক্ষতির জন্য দণ্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
এ মামলায় আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
শাহজাহান ওমরের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা শুনানি করেন।
একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর নিজে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি কেন নাশকতার সঙ্গে জড়িত হব?’
শাহজাহান ওমর আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে।’ তিনি আদালতকে বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। আমি এই নাশকতার সঙ্গে জড়িত নই। গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়। এই মামলার ঘটনাস্থলে আমি যাইনি। অথচ আমাকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতকে আমি আশ্বস্ত করতে চাই, আমি জামিন পেলে জামিনের শর্ত ভঙ্গ করব না। আমি পালাব না। কাজেই যেকোনো শর্তে আমাকে জামিন দেওয়া হোক।’
আদালত পরে তদন্ত কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে শাহজাহান ওমরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যা। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম।
অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।
মামলায় বাস পোড়ানো ক্ষয়ক্ষতির জন্য দণ্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
এ মামলায় আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
শাহজাহান ওমরের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা শুনানি করেন।
একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর নিজে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি কেন নাশকতার সঙ্গে জড়িত হব?’
শাহজাহান ওমর আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে।’ তিনি আদালতকে বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। আমি এই নাশকতার সঙ্গে জড়িত নই। গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়। এই মামলার ঘটনাস্থলে আমি যাইনি। অথচ আমাকে আসামি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আদালতকে আমি আশ্বস্ত করতে চাই, আমি জামিন পেলে জামিনের শর্ত ভঙ্গ করব না। আমি পালাব না। কাজেই যেকোনো শর্তে আমাকে জামিন দেওয়া হোক।’
আদালত পরে তদন্ত কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১৮ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে