ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বারযাত্রীর নৌকা ডুবে মোহিনী আকতার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাজে ফুলছড়ি নামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
নিখোঁজ শিশু মোহিনী আকতার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত বুধবার সন্ধ্যায়। এরপর বরযাত্রী নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে সাঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে বর-কনেসহ প্রায় ৪০ যাত্রী ছিলেন। ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি সামনে চলতে সমস্যা হচ্ছিল। পথে রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী নৌকাটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা গাবগাছি (চৌভাগিয়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি হয়। এ সময় বরযাত্রীবাহী নৌকা ডুবে যায়।
নদের ওই স্থানে পানি কম থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোহিনী আকতার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নেমে পড়েন। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বারযাত্রীর নৌকা ডুবে মোহিনী আকতার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কনেসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাজে ফুলছড়ি নামের চর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
নিখোঁজ শিশু মোহিনী আকতার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গত বুধবার সন্ধ্যায়। এরপর বরযাত্রী নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে পশ্চিম পাড়ে সাঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটিতে বর-কনেসহ প্রায় ৪০ যাত্রী ছিলেন। ব্রহ্মপুত্র নদে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি সামনে চলতে সমস্যা হচ্ছিল। পথে রাত সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী নৌকাটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা গাবগাছি (চৌভাগিয়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি হয়। এ সময় বরযাত্রীবাহী নৌকা ডুবে যায়।
নদের ওই স্থানে পানি কম থাকায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মোহিনী আকতার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে নেমে পড়েন। এখনো পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
২ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৮ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
১৯ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৫ মিনিট আগে