গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার কাটামোড় এলাকায় আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়।
ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু অনিবার্য কারণবশত ইসি ২৭ জুলাইয়ের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। পরে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর আবু তালেব মেম্বারকে ২য় প্যানেল চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। আবু তালেব ৫ আগস্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারও শূন্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে ওই ইউনিয়নের সব উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে সাপমারা ইউনিয়নবাসী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সরকারের প্রস্তাবিত ইপিজেড এই ইউনিয়নের মধ্যে অবস্থিত। ইপিজেড নির্মাণে সব পদক্ষেপ সম্পন্ন হলেও স্থানীয় সমস্যার কারণে সরকার ইপিজেডের স্থাপনা নির্মাণের কাজ শুরু করতে পারছে না। নির্বাচিত চেয়ারম্যান হলে এ সমস্যা সহজেই সমাধান হবে। এ জন্য নির্বাচিত চেয়ারম্যান জরুরি হয়ে পড়েছে। যেহেতু চেয়ারম্যান পদটি দীর্ঘদিন শূন্য থাকার পরও তফসিল ঘোষণা দিয়েও নির্বাচিত চেয়ারম্যান আনা সম্ভব হয়নি। তাই অনতিবিলম্বে চেয়ারম্যান পদে উপনির্বাচন করে এলাকার উন্নয়ন গতিশীল করাসহ উন্নয়নের দুয়ার উন্মুক্ত করার দাবি জানানো হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার কাটামোড় এলাকায় আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়।
ইউনিয়নবাসীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু অনিবার্য কারণবশত ইসি ২৭ জুলাইয়ের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। পরে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর আবু তালেব মেম্বারকে ২য় প্যানেল চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। আবু তালেব ৫ আগস্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারও শূন্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে ওই ইউনিয়নের সব উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে সাপমারা ইউনিয়নবাসী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সরকারের প্রস্তাবিত ইপিজেড এই ইউনিয়নের মধ্যে অবস্থিত। ইপিজেড নির্মাণে সব পদক্ষেপ সম্পন্ন হলেও স্থানীয় সমস্যার কারণে সরকার ইপিজেডের স্থাপনা নির্মাণের কাজ শুরু করতে পারছে না। নির্বাচিত চেয়ারম্যান হলে এ সমস্যা সহজেই সমাধান হবে। এ জন্য নির্বাচিত চেয়ারম্যান জরুরি হয়ে পড়েছে। যেহেতু চেয়ারম্যান পদটি দীর্ঘদিন শূন্য থাকার পরও তফসিল ঘোষণা দিয়েও নির্বাচিত চেয়ারম্যান আনা সম্ভব হয়নি। তাই অনতিবিলম্বে চেয়ারম্যান পদে উপনির্বাচন করে এলাকার উন্নয়ন গতিশীল করাসহ উন্নয়নের দুয়ার উন্মুক্ত করার দাবি জানানো হয়।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৮ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৩ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৫ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩১ মিনিট আগে