গাইবান্ধা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপনের ওপর হামলা চালানো হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল রাত ১২টার দিকে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের দাবিতে গাইবান্ধা সদর থানায় অবস্থান নেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, রাতে মেলার দোকানিদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানিরা তাঁদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। তাতে আকাশ, মেদেহী ও শিপন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে শিপন ও আকাশের অবস্থা গুরুতর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জীম বলেন, ‘আমাদের ন্যায়সংগত আন্দোলন দমনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
এ ব্যাপারে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তসহ গ্রেপ্তারের অভিযান চলছে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন। আশা করি ঘটনা সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা সম্ভব হবে।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় গাইবান্ধার পৌর পার্কে (শহীদ মিনার চত্বর) বিক্ষোভ মিছিল বের করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপনের ওপর হামলা চালানো হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল রাত ১২টার দিকে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের দাবিতে গাইবান্ধা সদর থানায় অবস্থান নেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, রাতে মেলার দোকানিদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানিরা তাঁদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। তাতে আকাশ, মেদেহী ও শিপন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে শিপন ও আকাশের অবস্থা গুরুতর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জীম বলেন, ‘আমাদের ন্যায়সংগত আন্দোলন দমনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
এ ব্যাপারে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তসহ গ্রেপ্তারের অভিযান চলছে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন। আশা করি ঘটনা সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা সম্ভব হবে।’
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় গাইবান্ধার পৌর পার্কে (শহীদ মিনার চত্বর) বিক্ষোভ মিছিল বের করা হবে।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩১ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪০ মিনিট আগে