ফেনী প্রতিনিধি

শ্বশুরবাড়ি থেকে সদ্য বিবাহিত এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম কপিল উদ্দিন (২৮)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের সামছুল হক ফরাজীর ছেলে এবং একজন কঙ্গো প্রবাসী। গতকাল রোববার রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের ভূঁঞা বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে কপিলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রবাসীর বাবা সামছুল হক ফরাজী বাদী হয়ে ওই প্রবাসীর স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছেন। এর মধ্যে পুলিশ শ্বশুর আবুল হাসেম ভূঁঞাকে গ্রেপ্তার করেছে। স্ত্রী ও শাশুড়ি পলাতক।
পুলিশ ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, একজন কঙ্গো প্রবাসী। সম্প্রতি দুই মাসের ছুটিতে বাড়ি আসেন তিনি। এর মধ্যে গত ১ এপ্রিল ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের আবুল হাসেম ভূঁঞার মেয়ে সাবরিনা আক্তার সুবর্ণার সঙ্গে সামাজিকভাবে বিয়ে (আক্দ) হয়। বিয়ের পর স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। রোজার ঈদের পর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজেদের বাড়িতে উঠিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু গত শনিবার বিকেলে কপিল তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। পর দিন রোববার সকালে তিনি তাঁর বাবাকে ফোন করে জানান, শ্বশুরবাড়ির লোকজন স্বর্ণালঙ্কারসহ জিনিসপত্র দিতে বলছে।
এসময় কপিল স্ত্রীকে উঠিয়ে নেওয়ার সময় সব দেওয়া হবে জানালে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে তাঁর বাড়িতে যেতে দেয় না। রোববার সকালেও শ্বশুর পক্ষের লোকজন তাঁকে স্বর্ণালংকারসহ জিনিসপত্র দিতে চাপ দেয়। পরে বেলা ১১টার দিকে কপিল তাঁর বাবাকে মুঠোফোনে বিস্তারিত জানালে তাঁর বাবা তাঁকে বাড়ি চলে যেতে বলেন। এসময় শ্বশুরবাড়ির লোকজনের উচ্চস্বরে তাঁকে লক্ষ্য করে বলা কথাবার্তা মুঠোফোনে শোনা যাচ্ছিল। পরে দুপুর ২টার দিকে কপিল শ্বশুরের ঘরের দোতলায় ড্রয়িং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে তাঁর বাবা গিয়ে ছেলের মরদেহ ঘরের মেঝেতে দেখতে পায়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শ্বশুরকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

শ্বশুরবাড়ি থেকে সদ্য বিবাহিত এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম কপিল উদ্দিন (২৮)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের সামছুল হক ফরাজীর ছেলে এবং একজন কঙ্গো প্রবাসী। গতকাল রোববার রাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের ভূঁঞা বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে কপিলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রবাসীর বাবা সামছুল হক ফরাজী বাদী হয়ে ওই প্রবাসীর স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেছেন। এর মধ্যে পুলিশ শ্বশুর আবুল হাসেম ভূঁঞাকে গ্রেপ্তার করেছে। স্ত্রী ও শাশুড়ি পলাতক।
পুলিশ ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, একজন কঙ্গো প্রবাসী। সম্প্রতি দুই মাসের ছুটিতে বাড়ি আসেন তিনি। এর মধ্যে গত ১ এপ্রিল ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের আবুল হাসেম ভূঁঞার মেয়ে সাবরিনা আক্তার সুবর্ণার সঙ্গে সামাজিকভাবে বিয়ে (আক্দ) হয়। বিয়ের পর স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। রোজার ঈদের পর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজেদের বাড়িতে উঠিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু গত শনিবার বিকেলে কপিল তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। পর দিন রোববার সকালে তিনি তাঁর বাবাকে ফোন করে জানান, শ্বশুরবাড়ির লোকজন স্বর্ণালঙ্কারসহ জিনিসপত্র দিতে বলছে।
এসময় কপিল স্ত্রীকে উঠিয়ে নেওয়ার সময় সব দেওয়া হবে জানালে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে তাঁর বাড়িতে যেতে দেয় না। রোববার সকালেও শ্বশুর পক্ষের লোকজন তাঁকে স্বর্ণালংকারসহ জিনিসপত্র দিতে চাপ দেয়। পরে বেলা ১১টার দিকে কপিল তাঁর বাবাকে মুঠোফোনে বিস্তারিত জানালে তাঁর বাবা তাঁকে বাড়ি চলে যেতে বলেন। এসময় শ্বশুরবাড়ির লোকজনের উচ্চস্বরে তাঁকে লক্ষ্য করে বলা কথাবার্তা মুঠোফোনে শোনা যাচ্ছিল। পরে দুপুর ২টার দিকে কপিল শ্বশুরের ঘরের দোতলায় ড্রয়িং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে তাঁর বাবা গিয়ে ছেলের মরদেহ ঘরের মেঝেতে দেখতে পায়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শ্বশুরকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
১ ঘণ্টা আগে