ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে কাভার্ড ভ্যান থেকে মৃত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হলেও কিসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি।
পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার (৩৬)। তিনি বিমানবাহিনীর (বিডি ৪৬৬৯৩৬) সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ড ভ্যানে বাসাবাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সার্জেন্ট আবুল বাশারের।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আবার সামনাসামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কীভাবে দুর্ঘটনা ঘটেছে।’
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালকও পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে কাভার্ড ভ্যান থেকে মৃত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হলেও কিসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি।
পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার (৩৬)। তিনি বিমানবাহিনীর (বিডি ৪৬৬৯৩৬) সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ড ভ্যানে বাসাবাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সার্জেন্ট আবুল বাশারের।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আবার সামনাসামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কীভাবে দুর্ঘটনা ঘটেছে।’
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালকও পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ময়নামতি স্টেশনের আউটার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
২৮ মিনিট আগে
পতেঙ্গার গুপ্তখাল এলাকায় অবস্থিত স্ক্যাডা (নিয়ন্ত্রণ) সেন্টারে চাপের অস্বাভাবিকতা ধরা পড়লে বিষয়টি নজরে আসে। পরে জানা যায়, মহাসড়কের পাশে প্রায় ১২ ফুট মাটির নিচে স্থাপিত পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরীপাড়া বউবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে