ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় রেদোয়ান শেখ (২৮) নামের শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় জহিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানিয়েছে, সমকামিতায় বাধ্য করায় জহিরুলই তাঁর বন্ধু রেদোয়ানকে খুন করেছেন। আজ সোমবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে র্যাব-১০-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
গতকাল রোববার বিকেলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের বিল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে থানা-পুলিশ। লাশটি গলা, পেট ও পায়ের রগ কাটা এবং ভারী বস্তায় ঝোলানো পাওয়া যায়। পরে খবর পেয়ে স্বজনেরা লাশটি রেদোয়ান শেখের বলে শনাক্ত করেন।
নিহত রেদোয়ান শেখ জেলার সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদিপ্রবাসী আবু বকর সোহেলের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কলেজের বিএসসির শিক্ষার্থী ছিলেন। ১৩ আগস্ট বিকেলে মোটরসাইকেল ও আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন।
আজ সংবাদ সম্মেলনে র্যাব জানায়, লাশ উদ্ধারের ৩ ঘণ্টার মধ্যে র্যাব-১০-এর একটি দল চারালদিয়া গ্রামের ভ্যানচালক লোকমান মুন্সির ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় খুনে ব্যবহৃত ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে র্যাব রাতেই খুন হওয়া রেদোয়ান শেখের ব্যবহৃত মোটরসাইকেল ও মানিব্যাগ উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই বছর ধরে দুই বন্ধুর মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। ঘটনার দিন জহিরুল ইসলাম একটি ছুরি দিয়ে রেদোয়ান শেখের গলায় আঘাত করেন। এতে রেদোয়ান শেখ অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। পরে লাশটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এরপর জহিরুল স্বাভাবিক জীবন যাপন করতে থাকেন এবং ঘন ঘন পুকুরের দিকে নজর রাখেন। দুই দিন পর লাশ ভেসে উঠলে জহিরুল লাশটির পেট কেটে লাশের সঙ্গে বালুর বস্তা বেঁধে পার্শ্ববর্তী চতলার বিলে ফেলে আসেন। এর দুই দিন পর লাশটি আবার ভেসে উঠে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর নজরে পড়ে। লাশের খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশকে জানালে পুলিশ রোববার দুপুরে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এই ঘটনায় নিহত রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয় রোববার রাতেই অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে র্যাব এখনো হস্তান্তর করেনি।

ফরিদপুরের ভাঙ্গায় রেদোয়ান শেখ (২৮) নামের শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় জহিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানিয়েছে, সমকামিতায় বাধ্য করায় জহিরুলই তাঁর বন্ধু রেদোয়ানকে খুন করেছেন। আজ সোমবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে র্যাব-১০-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
গতকাল রোববার বিকেলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের বিল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে থানা-পুলিশ। লাশটি গলা, পেট ও পায়ের রগ কাটা এবং ভারী বস্তায় ঝোলানো পাওয়া যায়। পরে খবর পেয়ে স্বজনেরা লাশটি রেদোয়ান শেখের বলে শনাক্ত করেন।
নিহত রেদোয়ান শেখ জেলার সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদিপ্রবাসী আবু বকর সোহেলের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কলেজের বিএসসির শিক্ষার্থী ছিলেন। ১৩ আগস্ট বিকেলে মোটরসাইকেল ও আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন।
আজ সংবাদ সম্মেলনে র্যাব জানায়, লাশ উদ্ধারের ৩ ঘণ্টার মধ্যে র্যাব-১০-এর একটি দল চারালদিয়া গ্রামের ভ্যানচালক লোকমান মুন্সির ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় খুনে ব্যবহৃত ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে র্যাব রাতেই খুন হওয়া রেদোয়ান শেখের ব্যবহৃত মোটরসাইকেল ও মানিব্যাগ উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই বছর ধরে দুই বন্ধুর মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। ঘটনার দিন জহিরুল ইসলাম একটি ছুরি দিয়ে রেদোয়ান শেখের গলায় আঘাত করেন। এতে রেদোয়ান শেখ অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। পরে লাশটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এরপর জহিরুল স্বাভাবিক জীবন যাপন করতে থাকেন এবং ঘন ঘন পুকুরের দিকে নজর রাখেন। দুই দিন পর লাশ ভেসে উঠলে জহিরুল লাশটির পেট কেটে লাশের সঙ্গে বালুর বস্তা বেঁধে পার্শ্ববর্তী চতলার বিলে ফেলে আসেন। এর দুই দিন পর লাশটি আবার ভেসে উঠে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর নজরে পড়ে। লাশের খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশকে জানালে পুলিশ রোববার দুপুরে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এই ঘটনায় নিহত রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয় রোববার রাতেই অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে র্যাব এখনো হস্তান্তর করেনি।

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৩৮ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে