ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় রেদোয়ান শেখ (২৮) নামের শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় জহিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানিয়েছে, সমকামিতায় বাধ্য করায় জহিরুলই তাঁর বন্ধু রেদোয়ানকে খুন করেছেন। আজ সোমবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে র্যাব-১০-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
গতকাল রোববার বিকেলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের বিল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে থানা-পুলিশ। লাশটি গলা, পেট ও পায়ের রগ কাটা এবং ভারী বস্তায় ঝোলানো পাওয়া যায়। পরে খবর পেয়ে স্বজনেরা লাশটি রেদোয়ান শেখের বলে শনাক্ত করেন।
নিহত রেদোয়ান শেখ জেলার সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদিপ্রবাসী আবু বকর সোহেলের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কলেজের বিএসসির শিক্ষার্থী ছিলেন। ১৩ আগস্ট বিকেলে মোটরসাইকেল ও আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন।
আজ সংবাদ সম্মেলনে র্যাব জানায়, লাশ উদ্ধারের ৩ ঘণ্টার মধ্যে র্যাব-১০-এর একটি দল চারালদিয়া গ্রামের ভ্যানচালক লোকমান মুন্সির ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় খুনে ব্যবহৃত ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে র্যাব রাতেই খুন হওয়া রেদোয়ান শেখের ব্যবহৃত মোটরসাইকেল ও মানিব্যাগ উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই বছর ধরে দুই বন্ধুর মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। ঘটনার দিন জহিরুল ইসলাম একটি ছুরি দিয়ে রেদোয়ান শেখের গলায় আঘাত করেন। এতে রেদোয়ান শেখ অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। পরে লাশটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এরপর জহিরুল স্বাভাবিক জীবন যাপন করতে থাকেন এবং ঘন ঘন পুকুরের দিকে নজর রাখেন। দুই দিন পর লাশ ভেসে উঠলে জহিরুল লাশটির পেট কেটে লাশের সঙ্গে বালুর বস্তা বেঁধে পার্শ্ববর্তী চতলার বিলে ফেলে আসেন। এর দুই দিন পর লাশটি আবার ভেসে উঠে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর নজরে পড়ে। লাশের খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশকে জানালে পুলিশ রোববার দুপুরে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এই ঘটনায় নিহত রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয় রোববার রাতেই অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে র্যাব এখনো হস্তান্তর করেনি।

ফরিদপুরের ভাঙ্গায় রেদোয়ান শেখ (২৮) নামের শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় জহিরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানিয়েছে, সমকামিতায় বাধ্য করায় জহিরুলই তাঁর বন্ধু রেদোয়ানকে খুন করেছেন। আজ সোমবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জে র্যাব-১০-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
গতকাল রোববার বিকেলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের বিল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে থানা-পুলিশ। লাশটি গলা, পেট ও পায়ের রগ কাটা এবং ভারী বস্তায় ঝোলানো পাওয়া যায়। পরে খবর পেয়ে স্বজনেরা লাশটি রেদোয়ান শেখের বলে শনাক্ত করেন।
নিহত রেদোয়ান শেখ জেলার সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদিপ্রবাসী আবু বকর সোহেলের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কলেজের বিএসসির শিক্ষার্থী ছিলেন। ১৩ আগস্ট বিকেলে মোটরসাইকেল ও আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন।
আজ সংবাদ সম্মেলনে র্যাব জানায়, লাশ উদ্ধারের ৩ ঘণ্টার মধ্যে র্যাব-১০-এর একটি দল চারালদিয়া গ্রামের ভ্যানচালক লোকমান মুন্সির ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় খুনে ব্যবহৃত ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে র্যাব রাতেই খুন হওয়া রেদোয়ান শেখের ব্যবহৃত মোটরসাইকেল ও মানিব্যাগ উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই বছর ধরে দুই বন্ধুর মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। ঘটনার দিন জহিরুল ইসলাম একটি ছুরি দিয়ে রেদোয়ান শেখের গলায় আঘাত করেন। এতে রেদোয়ান শেখ অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। পরে লাশটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এরপর জহিরুল স্বাভাবিক জীবন যাপন করতে থাকেন এবং ঘন ঘন পুকুরের দিকে নজর রাখেন। দুই দিন পর লাশ ভেসে উঠলে জহিরুল লাশটির পেট কেটে লাশের সঙ্গে বালুর বস্তা বেঁধে পার্শ্ববর্তী চতলার বিলে ফেলে আসেন। এর দুই দিন পর লাশটি আবার ভেসে উঠে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর নজরে পড়ে। লাশের খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশকে জানালে পুলিশ রোববার দুপুরে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এই ঘটনায় নিহত রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয় রোববার রাতেই অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে র্যাব এখনো হস্তান্তর করেনি।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে