দিনাজপুর প্রতিনিধি

শ্রমিকেরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি বলেছেন, ‘শ্রমিক আছেই বলে চাক্কা ঘুরছে। শ্রমিকদের ঘাম ঝরা শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালীন নির্যাতন, নিপীড়ন করে শ্রমিকদের সর্ব শান্ত করেছে। এমনকি ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল শ্রমিক নেতাদের।’
আজ বুধবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ২৫ তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন বলেন, ‘শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী ও হাজী ইয়াকুবসহ শ্রমিকদের গ্রেপ্তার করে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের চালিকাশক্তি শ্রমিকদের সম্মান করে সকল ধরনের সুযোগ–সুবিধা দিচ্ছেন। তিনি গার্মেন্টস শ্রমিক, চা শ্রমিক, মোটর ও ট্রাক শ্রমিকসহ সকল শ্রমিকের বেতন ভাতা ও নিয়োগপত্র প্রদানের জন্য শ্রম অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের পক্ষে আজ শ্রম অধিদপ্তর কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। প্রধান বক্তা ছিলেন—বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। অনুষ্ঠানের শেষে ২৪ জন মৃত শ্রমিক পরিবারের মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা, ১০০ শ্রমিকদের মেয়ের বিয়ের জন্য ২১ লাখ টাকা ও ৪ জন পঙ্গু শ্রমিককে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর আঞ্চলিক শ্রমদপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, বিআরটিএর সহকারী পরিচালক কাফিউল হাসান মৃধা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক এম এ মজিদ, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী প্রমুখ।

শ্রমিকেরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি বলেছেন, ‘শ্রমিক আছেই বলে চাক্কা ঘুরছে। শ্রমিকদের ঘাম ঝরা শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালীন নির্যাতন, নিপীড়ন করে শ্রমিকদের সর্ব শান্ত করেছে। এমনকি ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল শ্রমিক নেতাদের।’
আজ বুধবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ২৫ তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন বলেন, ‘শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী ও হাজী ইয়াকুবসহ শ্রমিকদের গ্রেপ্তার করে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের চালিকাশক্তি শ্রমিকদের সম্মান করে সকল ধরনের সুযোগ–সুবিধা দিচ্ছেন। তিনি গার্মেন্টস শ্রমিক, চা শ্রমিক, মোটর ও ট্রাক শ্রমিকসহ সকল শ্রমিকের বেতন ভাতা ও নিয়োগপত্র প্রদানের জন্য শ্রম অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের পক্ষে আজ শ্রম অধিদপ্তর কাজ করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। প্রধান বক্তা ছিলেন—বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। অনুষ্ঠানের শেষে ২৪ জন মৃত শ্রমিক পরিবারের মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা, ১০০ শ্রমিকদের মেয়ের বিয়ের জন্য ২১ লাখ টাকা ও ৪ জন পঙ্গু শ্রমিককে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর আঞ্চলিক শ্রমদপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, বিআরটিএর সহকারী পরিচালক কাফিউল হাসান মৃধা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক এম এ মজিদ, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী প্রমুখ।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১৭ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
২৩ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
৩৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৪০ মিনিট আগে