প্রতিনিধি

দিনাজপুর: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে ১৫ জুন থেকে ২১ জুন মোট সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয় দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সদর উপজেলার সকল প্রকার বাজার দোকানপাটে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সদরের ওষুধ, কাঁচাবাজার ও খাদ্যসামগ্রীর দোকান ব্যতীত অন্য সকল দোকান ও মার্কেট বন্ধ রাখতে বলা হয়েছে। মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সদর উপজেলার সকল প্রকার গণপরিবহন, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র কৃষি ও জরুরি সেবা চালু থাকবে।
সভায় অনলাইনে যুক্ত হন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, জীবনের প্রয়োজনে আমাদের কিছু ক্ষতির শিকার হতে হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের প্রণোদনার ব্যবস্থা করা হবে। সবাই যেন ঘরে থাকে সে জন্য প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা পালন করতে হবে। আমি মনে করি আমাদের করোনা সংক্রমণে হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, করোনা প্রতিরোধ কমিটির সচিব ও সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম প্রমুখ, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সুজা উর রব চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি স্বরপ বকসী প্রমুখ।

দিনাজপুর: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে ১৫ জুন থেকে ২১ জুন মোট সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয় দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সদর উপজেলার সকল প্রকার বাজার দোকানপাটে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সদরের ওষুধ, কাঁচাবাজার ও খাদ্যসামগ্রীর দোকান ব্যতীত অন্য সকল দোকান ও মার্কেট বন্ধ রাখতে বলা হয়েছে। মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সদর উপজেলার সকল প্রকার গণপরিবহন, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র কৃষি ও জরুরি সেবা চালু থাকবে।
সভায় অনলাইনে যুক্ত হন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, জীবনের প্রয়োজনে আমাদের কিছু ক্ষতির শিকার হতে হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের প্রণোদনার ব্যবস্থা করা হবে। সবাই যেন ঘরে থাকে সে জন্য প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা পালন করতে হবে। আমি মনে করি আমাদের করোনা সংক্রমণে হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, করোনা প্রতিরোধ কমিটির সচিব ও সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম প্রমুখ, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সুজা উর রব চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি স্বরপ বকসী প্রমুখ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে