দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কলেজশিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক হুইপ ইকবালুর রহিম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন রুহান হোসেন নামে জনৈক ব্যক্তি।
তিনি দিনাজপুর সদর উপজেলার ৭ নম্বর উপশহরের সাহার উদ্দিনের পুত্র। মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ মোট ২০ জনের নাম উল্লেখ করে আরও চার–পাঁচ শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ৪ আগস্ট সকাল থেকে সারা দেশের মতো দিনাজপুরেও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে নামে। শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের জিলা স্কুলের সামনে এলে ইকবালুর রহিম ও ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপরে চড়াও হন।
আওয়ামী লীগ নেতা-কর্মীরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপরে হামলা ও গুলি বর্ষণ করেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও কয়েকটি রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাহুল ইসলাম নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে হুমকিতে ভীত হয়ে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৭ আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয়।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক হুইপ ইকবালুর রহিমকে। ২ নম্বর আসামি করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমকে। মামলার অপরাপর আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম, মো. রমজান, যুবলীগ নেতা সালেকীন রানা, আবু ইবনে রজব, মো. মিথুন, মো. সুইট, সদরের ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, জন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হারুনুর রশীদ রায়হান, শেখপুরা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শশরা ইউপি চেয়ারম্যান রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিথুনসহ অজ্ঞাতনামা আরও চার–পাঁচ শ জন।

দিনাজপুরে কলেজশিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক হুইপ ইকবালুর রহিম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন রুহান হোসেন নামে জনৈক ব্যক্তি।
তিনি দিনাজপুর সদর উপজেলার ৭ নম্বর উপশহরের সাহার উদ্দিনের পুত্র। মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ মোট ২০ জনের নাম উল্লেখ করে আরও চার–পাঁচ শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ৪ আগস্ট সকাল থেকে সারা দেশের মতো দিনাজপুরেও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে নামে। শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের জিলা স্কুলের সামনে এলে ইকবালুর রহিম ও ইনায়েতুর রহিমের পরোক্ষ মদদে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপরে চড়াও হন।
আওয়ামী লীগ নেতা-কর্মীরা বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপরে হামলা ও গুলি বর্ষণ করেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও কয়েকটি রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাহুল ইসলাম নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে হুমকিতে ভীত হয়ে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৭ আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয়।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক হুইপ ইকবালুর রহিমকে। ২ নম্বর আসামি করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমকে। মামলার অপরাপর আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম, মো. রমজান, যুবলীগ নেতা সালেকীন রানা, আবু ইবনে রজব, মো. মিথুন, মো. সুইট, সদরের ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, জন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হারুনুর রশীদ রায়হান, শেখপুরা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শশরা ইউপি চেয়ারম্যান রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিথুনসহ অজ্ঞাতনামা আরও চার–পাঁচ শ জন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে