ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত দেশি শ্রমিকদের মাসব্যাপী আন্দোলনের পর, তাদের আংশিক দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ।
মোট শ্রমিকদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ২১২ জন শ্রমিককে আজ শনিবার কাজে যোগদানের জন্য খনির ভেতরে করোনা পরীক্ষা করে খনি কর্তৃপক্ষ। এসব শ্রমিকেরা খনির অভ্যন্তরে এক সপ্তাহের কোয়ারেনটিনে থাকার পর কাজে যোগ দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, একইভাবে প্রতি সপ্তাহে ২০০ জন করে মোট ৮৫০ জন শ্রমিককে পর্যায়ক্রমে খনিতে কাজ করার জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এর আগে গতকাল শুক্রবার রাতে খনির অভ্যন্তরে কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে শ্রমিকদের আংশিক দাবি মেনে নিলে আন্দোলন স্থগিত করা হয়।
কাজে যোগ দেওয়ার বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, ‘শুক্রবার রাতে খনি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়। কর্তৃপক্ষ আমাদের আংশিক দাবি মেনে নিলে আমরা আন্দোলন স্থগিত করি। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মোট ৮৫০ শ্রমিকদের মধ্য থেকে ২১২ জন শ্রমিককে করোনার পরীক্ষা করা হয়। রোববার তাঁরা খনির অভ্যন্তরে প্রবেশ করে এক সপ্তাহের কোয়ারেনটিন শেষে কাজে যোগদান করবেন।’
বিষয়টি নিয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, শুক্রবার রাতে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। করোনা পরীক্ষা ও কোয়ারেনটিন মেনে পর্যায়ক্রমে শ্রমিকেরা কাজে যোগ দেবেন। তিনি আরও বলেন, বর্তমানে খনির উৎপাদন কাজ বন্ধ রয়েছে, নতুন ফেজের উন্নয়নকাজ চলছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকেরা গত ১১ এপ্রিল খনি কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ওই দিন ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাসব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তাঁরা।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত দেশি শ্রমিকদের মাসব্যাপী আন্দোলনের পর, তাদের আংশিক দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ।
মোট শ্রমিকদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ২১২ জন শ্রমিককে আজ শনিবার কাজে যোগদানের জন্য খনির ভেতরে করোনা পরীক্ষা করে খনি কর্তৃপক্ষ। এসব শ্রমিকেরা খনির অভ্যন্তরে এক সপ্তাহের কোয়ারেনটিনে থাকার পর কাজে যোগ দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, একইভাবে প্রতি সপ্তাহে ২০০ জন করে মোট ৮৫০ জন শ্রমিককে পর্যায়ক্রমে খনিতে কাজ করার জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এর আগে গতকাল শুক্রবার রাতে খনির অভ্যন্তরে কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে শ্রমিকদের আংশিক দাবি মেনে নিলে আন্দোলন স্থগিত করা হয়।
কাজে যোগ দেওয়ার বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, ‘শুক্রবার রাতে খনি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়। কর্তৃপক্ষ আমাদের আংশিক দাবি মেনে নিলে আমরা আন্দোলন স্থগিত করি। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে মোট ৮৫০ শ্রমিকদের মধ্য থেকে ২১২ জন শ্রমিককে করোনার পরীক্ষা করা হয়। রোববার তাঁরা খনির অভ্যন্তরে প্রবেশ করে এক সপ্তাহের কোয়ারেনটিন শেষে কাজে যোগদান করবেন।’
বিষয়টি নিয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, শুক্রবার রাতে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। করোনা পরীক্ষা ও কোয়ারেনটিন মেনে পর্যায়ক্রমে শ্রমিকেরা কাজে যোগ দেবেন। তিনি আরও বলেন, বর্তমানে খনির উৎপাদন কাজ বন্ধ রয়েছে, নতুন ফেজের উন্নয়নকাজ চলছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকেরা গত ১১ এপ্রিল খনি কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ওই দিন ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাসব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তাঁরা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য তৈরি মঞ্চ প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে। গতকাল সোমবার রাতে তিনি এই অভিযোগ করেন।
২৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। এটা বাংলাদেশের জন্য অশনিসংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে সঠিকভাবে গড়তে হয়, তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।’
১ ঘণ্টা আগে
নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
২ ঘণ্টা আগে