Ajker Patrika

খানসামায় ব্রয়লার মুরগির খামারে আগুনে পুড়ল ৩ হাজার মুরগি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 
খানসামায় ব্রয়লার মুরগির খামারে আগুনে পুড়ল ৩ হাজার মুরগি
মুরগির খামার। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামায় ব্রয়লার মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা প্রায় ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশের একটি খামারে এ ঘটনা ঘটে। বেলাল ইসলাম, রশিদ ইসলাম ও হাচান যৌথভাবে খামারটি পরিচালনা করেন।

ক্ষতিগ্রস্ত মালিক বেলাল, হাচান ও প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, আজ আনুমানিক সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৫ দিন বয়সী ৩ হাজার মুরগির বাচ্চা ও খামারটি পুড়ে যায়। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই মুরগির খামারমালিকেরা দাবি করেন এই অগ্নিকাণ্ডে তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, অগ্নিকাণ্ডে ব্রয়লার খামার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দুঃখজনক। অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে। এই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত