দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবলিপুর গ্রামের কামিনী রায় ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিক্ষার্থীর নাম গৌর চন্দ্র (২০)। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার গুপ্তপাড়া জামিরবাড়ি এলাকার ভূবন চন্দ্র রায়ের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩ ব্যাচের (২০২২-২৩) ‘এ’ সেকশনের শিক্ষার্থী ছিলেন।
তাঁর সহপাঠী ও মেসে থাকা শিক্ষার্থীরা জানায়, গৌর একা থাকতে পছন্দ করতেন। ঘটনার দিন তাঁর বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর রুমমেট তাঁকে সঙ্গে যেতে বললে তাঁর মাথাব্যথা করছে বলে জানায় এবং তিনি রুমেই অবস্থান করেন।
পরে তাঁর রুমমেট বিকেল সাড়ে ৪টার দিকে রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। তাঁরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের রুমের ছেলেদের খবর দেন। তাঁরা এসে রুমের ভেন্টিলেটর ভেঙে গৌরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করি। তার পরিবারকেও ইতিমধ্যে জানানো হয়েছে।’
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ‘আমরা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবলিপুর গ্রামের কামিনী রায় ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিক্ষার্থীর নাম গৌর চন্দ্র (২০)। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার গুপ্তপাড়া জামিরবাড়ি এলাকার ভূবন চন্দ্র রায়ের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩ ব্যাচের (২০২২-২৩) ‘এ’ সেকশনের শিক্ষার্থী ছিলেন।
তাঁর সহপাঠী ও মেসে থাকা শিক্ষার্থীরা জানায়, গৌর একা থাকতে পছন্দ করতেন। ঘটনার দিন তাঁর বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের অদূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর রুমমেট তাঁকে সঙ্গে যেতে বললে তাঁর মাথাব্যথা করছে বলে জানায় এবং তিনি রুমেই অবস্থান করেন।
পরে তাঁর রুমমেট বিকেল সাড়ে ৪টার দিকে রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। তাঁরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আশেপাশের রুমের ছেলেদের খবর দেন। তাঁরা এসে রুমের ভেন্টিলেটর ভেঙে গৌরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করি। তার পরিবারকেও ইতিমধ্যে জানানো হয়েছে।’
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, ‘আমরা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে