দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভরত প্রায় শখানেক শিক্ষার্থীর মধ্যে ১০ ও আশপাশের এলাকা থেকে আরও আটসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আটকেরা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, অনেকের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে নেয়। এর আগে শিক্ষার্থীদের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন।
পুলিশ ভ্যানে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলেন, ‘আমাদের অপরাধ কী, আমরা আপনাদের কাছে বিচার চাই। কেন আমাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করিনি। শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা চলে যেতাম।’
ঘটনার পর থেকে শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরের লিলির মোড়, মডার্ন মোড়, কলেজ মোড়সহ বেশ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের আটকের বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করার চেষ্টা করছিল। তাদের মধ্যে ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তারা প্রকৃত শিক্ষার্থী কি না—এসব বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিষয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভরত প্রায় শখানেক শিক্ষার্থীর মধ্যে ১০ ও আশপাশের এলাকা থেকে আরও আটসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আটকেরা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, অনেকের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। তৎক্ষণাৎ পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে নেয়। এর আগে শিক্ষার্থীদের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন।
পুলিশ ভ্যানে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলেন, ‘আমাদের অপরাধ কী, আমরা আপনাদের কাছে বিচার চাই। কেন আমাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করিনি। শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা চলে যেতাম।’
ঘটনার পর থেকে শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শহরের লিলির মোড়, মডার্ন মোড়, কলেজ মোড়সহ বেশ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীদের আটকের বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করার চেষ্টা করছিল। তাদের মধ্যে ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তারা প্রকৃত শিক্ষার্থী কি না—এসব বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিষয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে