নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাবা-মায়ের দ্বন্দ্বে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা দুই শিশুকে রাজধানীর গুলশানের একটি বাসায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশানে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গেই শিশু দুটির থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনে শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনায় আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, গুলশানের বাসায় আপাতত শিশু দুটিসহ সবাই (মা–বাবা) থাকবেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিষয়টি তদারকি করবেন। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা নিশ্চিত করবে। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ হাইকোর্ট মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে বাবার পক্ষ থেকে গুলশান ১ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসায় শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়। ওই ফ্ল্যাটের ব্যয়ভার উভয় পক্ষ সমহারে বহন করবে বলে আদালত উল্লেখ করেন।
পরবর্তী আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। পেশায় চিকিৎসক নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ইমরান শরীফের (৫৮) বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিনটি সন্তান জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে আসেন। এরপর তিনি হাইকোর্ট রিট করেন।
আদালত ৩১ আগস্ট পর্যন্ত দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

বাবা-মায়ের দ্বন্দ্বে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা দুই শিশুকে রাজধানীর গুলশানের একটি বাসায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশানে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গেই শিশু দুটির থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনে শিশুদের সর্বোচ্চ কল্যাণ বিবেচনায় আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, গুলশানের বাসায় আপাতত শিশু দুটিসহ সবাই (মা–বাবা) থাকবেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিষয়টি তদারকি করবেন। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা নিশ্চিত করবে। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ হাইকোর্ট মধ্যাহ্ন বিরতির পর শুনানিতে বাবার পক্ষ থেকে গুলশান ১ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসায় শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়। ওই ফ্ল্যাটের ব্যয়ভার উভয় পক্ষ সমহারে বহন করবে বলে আদালত উল্লেখ করেন।
পরবর্তী আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। পেশায় চিকিৎসক নাকানো এরিকো (৪৬) ও বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ইমরান শরীফের (৫৮) বিয়ে হয় ২০০৮ সালে। তাঁদের তিনটি সন্তান জেসমিন মালিকা (১১), মাকানো লাইলা লিনা (৯) ও সানিয়া হেনা (৬)। তারা তিনজনই টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শরীফ ইমরান তাঁর দুই কন্যা জেসমিন মালিকা ও মাকানো লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। চলতি বছরের ১৮ জুলাই নাকানো এরিকোও তাঁর সন্তানদের জাপানে ফিরিয়ে নিতে বাংলাদেশে আসেন। এরপর তিনি হাইকোর্ট রিট করেন।
আদালত ৩১ আগস্ট পর্যন্ত দুই শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত জাপানি মা এবং ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে