উত্তরা প্রতিনিধি, ঢাকা

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশের একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইট-পাটকেলের হামলায় থানার চারতলা ভবনের তিনটি তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া, উত্তরার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান করছেন।
সরেজমিন দেখা যায়, পুলিশের একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ম-৫১-৫৯২৫ জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া যে দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তার একটি নম্বর হলো ঢাকা মেট্রো ট-১৪-৮১০৭। এর বাইরে ভাঙচুরের শিকার অপর একটি ট্রাকের নম্বর প্লেট খুঁজে পাওয়া যায়নি।
এই প্রতিবেদক, সরেজমিন দেখেছেন হাউস বিল্ডিং ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ থেকে থানায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরার জসীমউদ্দীন, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকা এখনো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তবে মাঝে আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার কাছাকাছি এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এক শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে ছাত্র ও পুলিশের অবস্থানের মাঝামাঝি পড়ে আছে। তবে সেই শিক্ষার্থী মারা গেছেন কি না বা জীবিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাজপথ ছাড়াও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চারপাশে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের ভেতরেও তাঁরা আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। দুটি হাসপাতালই ছাত্রদের দখলে। জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের ছাড়া আর কাউকে খুব একটা দেখা যায়নি।

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশের একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইট-পাটকেলের হামলায় থানার চারতলা ভবনের তিনটি তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া, উত্তরার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান করছেন।
সরেজমিন দেখা যায়, পুলিশের একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ম-৫১-৫৯২৫ জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া যে দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তার একটি নম্বর হলো ঢাকা মেট্রো ট-১৪-৮১০৭। এর বাইরে ভাঙচুরের শিকার অপর একটি ট্রাকের নম্বর প্লেট খুঁজে পাওয়া যায়নি।
এই প্রতিবেদক, সরেজমিন দেখেছেন হাউস বিল্ডিং ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ থেকে থানায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরার জসীমউদ্দীন, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকা এখনো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তবে মাঝে আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার কাছাকাছি এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এক শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে ছাত্র ও পুলিশের অবস্থানের মাঝামাঝি পড়ে আছে। তবে সেই শিক্ষার্থী মারা গেছেন কি না বা জীবিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাজপথ ছাড়াও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চারপাশে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের ভেতরেও তাঁরা আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। দুটি হাসপাতালই ছাত্রদের দখলে। জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের ছাড়া আর কাউকে খুব একটা দেখা যায়নি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১০ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৩ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩৩ মিনিট আগে