নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেতে স্বামীর কাছ থেকে নববধূকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৭ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন আবুল কাশেম সুমন, পার্থ, হিমেল, রবিন, টুটুল, হৃদয় ও নুরু। এর মধ্যে আবুল কাশেম সুমন ওই নববধূর সাবেক প্রেমিক। বিকেলে ৭ আসামিকে আদালতে হাজির করে খিলক্ষেত থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক খন্দকার প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।
আদালতের নারী ও শিশু নির্যাতন দমন প্রস্টিটিউশন দপ্তর এর সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই তাহমিনা হক বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার রাত থেকে ও শনিবার দুপুর পর্যন্ত পুলিশ খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে।
খিলক্ষেতের বনরূপা এলাকায় গত শুক্রবার (২৮ জুন) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে শনিবার এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার রাতে খিলক্ষেতের এক আত্মীয়র বাসা থেকে নববধূ ও তাঁর স্বামী বিমানবন্দর এলাকায় ঘুরতে আসছিলেন। পথিমধ্যে বনরূপা এলাকায় সুমনসহ ছয়জন তাঁদের ধরে নিয়ে ঝোপের আড়ালে যান। সেখানে তাঁদের মারধর করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
একপর্যায়ে ওই নববধূর স্বামীকে মুক্তিপণের টাকা নিয়ে আসার জন্য ছেড়ে দেওয়া হয়। ছাড়া পেয়ে স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে খিলক্ষেত থানার টহল পুলিশ তাঁকে নিয়ে নববধূকে উদ্ধারে নামে। এদিকে সুমন ও তাঁর সহযোগীরা নববধূকে শারীরিক নির্যাতন করতে থাকেন। তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে গৃহবধুর স্বামীকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। পুলিশ নববধূকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

রাজধানীর খিলক্ষেতে স্বামীর কাছ থেকে নববধূকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৭ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন আবুল কাশেম সুমন, পার্থ, হিমেল, রবিন, টুটুল, হৃদয় ও নুরু। এর মধ্যে আবুল কাশেম সুমন ওই নববধূর সাবেক প্রেমিক। বিকেলে ৭ আসামিকে আদালতে হাজির করে খিলক্ষেত থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক খন্দকার প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।
আদালতের নারী ও শিশু নির্যাতন দমন প্রস্টিটিউশন দপ্তর এর সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই তাহমিনা হক বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার রাত থেকে ও শনিবার দুপুর পর্যন্ত পুলিশ খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে।
খিলক্ষেতের বনরূপা এলাকায় গত শুক্রবার (২৮ জুন) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে শনিবার এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার রাতে খিলক্ষেতের এক আত্মীয়র বাসা থেকে নববধূ ও তাঁর স্বামী বিমানবন্দর এলাকায় ঘুরতে আসছিলেন। পথিমধ্যে বনরূপা এলাকায় সুমনসহ ছয়জন তাঁদের ধরে নিয়ে ঝোপের আড়ালে যান। সেখানে তাঁদের মারধর করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
একপর্যায়ে ওই নববধূর স্বামীকে মুক্তিপণের টাকা নিয়ে আসার জন্য ছেড়ে দেওয়া হয়। ছাড়া পেয়ে স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে খিলক্ষেত থানার টহল পুলিশ তাঁকে নিয়ে নববধূকে উদ্ধারে নামে। এদিকে সুমন ও তাঁর সহযোগীরা নববধূকে শারীরিক নির্যাতন করতে থাকেন। তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে গৃহবধুর স্বামীকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। পুলিশ নববধূকে উদ্ধার করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৪৪ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
২ ঘণ্টা আগে