গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ও সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে ব্যবসায়ী নৃপেন মজুমদার (৫৫) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ভ্যানে যাত্রী নিয়ে কাশিয়ানীর ফুকরা দক্ষিণ পাড়ার মিল্টন বাজার যাচ্ছিলেন ভ্যান চালক ছকু শেখ। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছকু শেখ ঘটনাস্থলেই নিহত হন। এতে ভ্যানের যাত্রী নিলুফা বেগম আহত হন। নিলুফাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে করে মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা এলাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী নৃপেন মজুমদার। ইজিবাইকটি সদর উপজেলার কাজুলিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নৃপেন নিহত হন ও ইজিবাইক চালক ভজন বিশ্বাস গুরুতর আহত হন। ইজিবাইক চালক ভজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ আরও দুজন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ও সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে ব্যবসায়ী নৃপেন মজুমদার (৫৫) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে ভ্যানে যাত্রী নিয়ে কাশিয়ানীর ফুকরা দক্ষিণ পাড়ার মিল্টন বাজার যাচ্ছিলেন ভ্যান চালক ছকু শেখ। ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছকু শেখ ঘটনাস্থলেই নিহত হন। এতে ভ্যানের যাত্রী নিলুফা বেগম আহত হন। নিলুফাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে করে মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা এলাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী নৃপেন মজুমদার। ইজিবাইকটি সদর উপজেলার কাজুলিয়া এলাকায় পৌঁছালে কোটালীপাড়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী নৃপেন নিহত হন ও ইজিবাইক চালক ভজন বিশ্বাস গুরুতর আহত হন। ইজিবাইক চালক ভজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪০ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে