Ajker Patrika

২ ভারতীয় নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার আরও ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫০
২ ভারতীয় নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার আরও ৪

রাজধানীর মগবাজারে ভোররাতে বাংলাদেশে অধ্যয়নরত দুই ভারতীয় শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। শনিবার রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো—তানভীর আহম্মেদ টিপু (৩২), নয়ন (৩২), আশিকুর রহমান ওরফে শান্ত (৩৬) ও চঞ্চল (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় নাগরিকদের তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালাউদ্দিন খান নাদিম জানান, ভারতীয় নাগরিকদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি মিরপুরের শাহ আলী থানায় একটি মামলা হয়। সেই মামলার ছায়া তদন্তকালে মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ অভিযানে পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ২৩ জানুয়ারি ভোররাতে সিরাজুল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ভারতীয় দুই শিক্ষার্থী শাহীল আহমেদ ও আসিফ ইকবাল দুই সপ্তাহের ছুটিতে ভারতে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ঘটনার সময় সাদা রঙের গাড়িতে করে এসে মুখোশ পরা চার ব্যক্তি ভারতীয় দুই শিক্ষার্থীর পথ রোধ করে। চারজনের মধ্যে দুজন দুই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে, অপর দুজন তাঁদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ, হ্যান্ডব্যাগ, ল্যাপটপ, মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি ও ৭৬ হাজার টাকা নিয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত