Ajker Patrika

২ ভারতীয় নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার আরও ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫০
২ ভারতীয় নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার আরও ৪

রাজধানীর মগবাজারে ভোররাতে বাংলাদেশে অধ্যয়নরত দুই ভারতীয় শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। শনিবার রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো—তানভীর আহম্মেদ টিপু (৩২), নয়ন (৩২), আশিকুর রহমান ওরফে শান্ত (৩৬) ও চঞ্চল (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় নাগরিকদের তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালাউদ্দিন খান নাদিম জানান, ভারতীয় নাগরিকদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি মিরপুরের শাহ আলী থানায় একটি মামলা হয়। সেই মামলার ছায়া তদন্তকালে মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ অভিযানে পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ২৩ জানুয়ারি ভোররাতে সিরাজুল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ভারতীয় দুই শিক্ষার্থী শাহীল আহমেদ ও আসিফ ইকবাল দুই সপ্তাহের ছুটিতে ভারতে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ঘটনার সময় সাদা রঙের গাড়িতে করে এসে মুখোশ পরা চার ব্যক্তি ভারতীয় দুই শিক্ষার্থীর পথ রোধ করে। চারজনের মধ্যে দুজন দুই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে, অপর দুজন তাঁদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ, হ্যান্ডব্যাগ, ল্যাপটপ, মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি ও ৭৬ হাজার টাকা নিয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত