নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হওয়া মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে বিজয় সরণি ও মহাখালী বাস টার্মিনাল এলাকায়। এই এলাকার সড়কগুলোতে পথচারীদের গন্তব্য পৌঁছতে কিছু সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসাধারণ ও যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
রাত নয়টায় বিজয় সরণিতে নিত্য দিনের মতো যানজটের কথা জানিয়েছেন শের ই বাংলা নগর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সিকান্দার। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বিজয় সরণি মোড়ে ট্রাফিক দেখলে ঈদের দিন মনে হবে না। এর আগে ঈদের দিনে এই এলাকায় এত যানজট দেখিনি। এই সময় আমরা মূলত রাস্তায় জিকজ্যাক দিয়ে রাখি। তাতেই কাজ হয়। কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। সব অফিসার ও ট্রাফিক সদস্যদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে,তারা কাজ করছেন স্বাভাবিক দিনের মতো। রাস্তা ছাড়ার উপায় নেই।'
বাণিজ্যিক বড় গাড়ি কম থাকলেও অসংখ্য প্রাইভেটকার ও সিএনজি নেমেছে রাস্তায়। এইসময় বিজর সরণি মোড় অতিক্রম করতে হলে এই সড়কের পথচারীদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা।
এদিকে মহাখালী এলাকাতেও ঘুরতে বের হওয়া মানুষের চাপ বাড়ার কথা জানিয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মহাখালী বাস টার্মিনাল এলাকায় গাড়ির কিছুটা চাপ আছে। এই পথে চলাচলকারীদে কিছু সময় আটকে থাকতে হচ্ছে। তবে এটা তীব্র কোনো যানজট নয়। ঈদের দিন মানুষ ঘুরতে বেড়িয়েছে। যার প্রভাব দেখা গেছে বনানী পর্যন্ত।
তবে উত্তরা ও বিমানবন্দর সড়কে তুলনমূলক গাড়ির চাপ কম। এই সড়কে প্রাইভেটকারের যাতায়াত বেশি। বাণিজ্যিক কোনো বড় গাড়ি দেখা না যাওয়ার কথা বলেছেন উত্তর ট্রাফিক জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন।
গুলশান,মিরপুর এলাকাতেও পথে যানবাহনের চাপ আছে। তবে সিগ্যান অতিক্রম করার সময় দুই থেকে চার মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ।

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হওয়া মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে বিজয় সরণি ও মহাখালী বাস টার্মিনাল এলাকায়। এই এলাকার সড়কগুলোতে পথচারীদের গন্তব্য পৌঁছতে কিছু সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসাধারণ ও যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
রাত নয়টায় বিজয় সরণিতে নিত্য দিনের মতো যানজটের কথা জানিয়েছেন শের ই বাংলা নগর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সিকান্দার। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বিজয় সরণি মোড়ে ট্রাফিক দেখলে ঈদের দিন মনে হবে না। এর আগে ঈদের দিনে এই এলাকায় এত যানজট দেখিনি। এই সময় আমরা মূলত রাস্তায় জিকজ্যাক দিয়ে রাখি। তাতেই কাজ হয়। কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। সব অফিসার ও ট্রাফিক সদস্যদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে,তারা কাজ করছেন স্বাভাবিক দিনের মতো। রাস্তা ছাড়ার উপায় নেই।'
বাণিজ্যিক বড় গাড়ি কম থাকলেও অসংখ্য প্রাইভেটকার ও সিএনজি নেমেছে রাস্তায়। এইসময় বিজর সরণি মোড় অতিক্রম করতে হলে এই সড়কের পথচারীদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা।
এদিকে মহাখালী এলাকাতেও ঘুরতে বের হওয়া মানুষের চাপ বাড়ার কথা জানিয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মহাখালী বাস টার্মিনাল এলাকায় গাড়ির কিছুটা চাপ আছে। এই পথে চলাচলকারীদে কিছু সময় আটকে থাকতে হচ্ছে। তবে এটা তীব্র কোনো যানজট নয়। ঈদের দিন মানুষ ঘুরতে বেড়িয়েছে। যার প্রভাব দেখা গেছে বনানী পর্যন্ত।
তবে উত্তরা ও বিমানবন্দর সড়কে তুলনমূলক গাড়ির চাপ কম। এই সড়কে প্রাইভেটকারের যাতায়াত বেশি। বাণিজ্যিক কোনো বড় গাড়ি দেখা না যাওয়ার কথা বলেছেন উত্তর ট্রাফিক জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন।
গুলশান,মিরপুর এলাকাতেও পথে যানবাহনের চাপ আছে। তবে সিগ্যান অতিক্রম করার সময় দুই থেকে চার মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ।

নানা অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট তিন কর্মকর্তার চাকরিচ্যুতি কার্যকর করে চিঠি ইস্যু করা হয়।
২ মিনিট আগে
সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে