উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে মসজিদের মিলাদ মাহফিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক লীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন (৩৫), তাঁর ছোট ভাই লিটন হোসেন (২৪), বন্ধু বিল্লাল হোসেন (২৮) ও বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন (৪০) আহত হয়েছেন।
তুরাগ থানার চণ্ডালভোগের রিপনের বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে, পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কৃষক লীগের আহত নেতা রিপনের বাবা জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘চণ্ডালভোগের মসজিদে মিলাদ মাহফিল হবে, তাই মসজিদ কমিটির লোকজন আমার বাড়ির পাশে এসে টাকা তুলে দেওয়ার জন্য আমার কাছে সহযোগিতা চান। এ সময় বাসার পাশের চায়ের দোকান থেকে তাঁদের সামর্থ্য অনুযায়ী টাকা তুলছিলাম। একপর্যায়ে তুরাগ থানা আওয়ামী লীগের অফিসের পাশের রহমানের দোকানে যাওয়ার পর স্থানীয় মাদক ব্যবসায়ী মুক্তার আসে। তখন সে আমায় বলে, তুই নিজেই তো ১০ হাজার টাকা দিতে পারস। তাহলে দোকানে টাকা চাস কেন? উত্তরে আমি বলি, আল্লাহর রহমতে আমি ১০ হাজার না, ২০ হাজার টাকা দিতে পারব। তুই কিছু দিলে দে।’
জয়নাল আবেদিন বলেন, ‘পরে মুক্তার ও তার ভাই ফরহাদ ওই দোকানেই আমাকে আটকে রেখে ধাক্কাধাক্কি করে। তর্কবিতর্কের পর্যায়ে এলাকার লোকজন আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।’
তিনি অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে চলে আসার পর মুক্তার, তার ভাই ফরহাদ এবং তাদের দুই ভাগনেসহ অজ্ঞাত ১২-১৫ জন চাপাতি, রড ও লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালায়। সেই সঙ্গে আমার দুই ছেলে রিপন, লিটন, রিপনের বন্ধু বিল্লাল ও ভাড়াটিয়ে আলাউদ্দিনের ওপর হামলা করে।’
এদিকে স্থানীয় বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, তর্কবিতর্কের শুরুতেই মুক্তার ও তার ভাই ফরহাদকে বারবার ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে আবার লোকজন নিয়ে এসে রিপনের বাড়িতে হামলা চালিয়েছে।
কৃষক লীগের নেতা রিপন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলাকারী মুক্তার ও ফরহাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মুক্তার অজ্ঞাত ১৫-১৬ জন সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুই ভাইসহ চারজন গুরুতর আহত হই। আহতদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা গুরুতর।’
রিপন বলেন, ‘এ ছাড়া হামলাকারীরা আমার মা, বোন ও বউয়ের শরীরেও আঘাত করেছে। সেই সঙ্গে বাড়িতে হামলাও চালিয়েছে।’
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হামলাকারীদের তথ্য সংগ্রহের কাজ করছি। কাজ শেষ হলে বিস্তারিত বলতে পারব। হামলায় আহতরা অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।’

রাজধানীর তুরাগে মসজিদের মিলাদ মাহফিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক লীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন (৩৫), তাঁর ছোট ভাই লিটন হোসেন (২৪), বন্ধু বিল্লাল হোসেন (২৮) ও বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন (৪০) আহত হয়েছেন।
তুরাগ থানার চণ্ডালভোগের রিপনের বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে, পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কৃষক লীগের আহত নেতা রিপনের বাবা জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘চণ্ডালভোগের মসজিদে মিলাদ মাহফিল হবে, তাই মসজিদ কমিটির লোকজন আমার বাড়ির পাশে এসে টাকা তুলে দেওয়ার জন্য আমার কাছে সহযোগিতা চান। এ সময় বাসার পাশের চায়ের দোকান থেকে তাঁদের সামর্থ্য অনুযায়ী টাকা তুলছিলাম। একপর্যায়ে তুরাগ থানা আওয়ামী লীগের অফিসের পাশের রহমানের দোকানে যাওয়ার পর স্থানীয় মাদক ব্যবসায়ী মুক্তার আসে। তখন সে আমায় বলে, তুই নিজেই তো ১০ হাজার টাকা দিতে পারস। তাহলে দোকানে টাকা চাস কেন? উত্তরে আমি বলি, আল্লাহর রহমতে আমি ১০ হাজার না, ২০ হাজার টাকা দিতে পারব। তুই কিছু দিলে দে।’
জয়নাল আবেদিন বলেন, ‘পরে মুক্তার ও তার ভাই ফরহাদ ওই দোকানেই আমাকে আটকে রেখে ধাক্কাধাক্কি করে। তর্কবিতর্কের পর্যায়ে এলাকার লোকজন আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়।’
তিনি অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়িতে চলে আসার পর মুক্তার, তার ভাই ফরহাদ এবং তাদের দুই ভাগনেসহ অজ্ঞাত ১২-১৫ জন চাপাতি, রড ও লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালায়। সেই সঙ্গে আমার দুই ছেলে রিপন, লিটন, রিপনের বন্ধু বিল্লাল ও ভাড়াটিয়ে আলাউদ্দিনের ওপর হামলা করে।’
এদিকে স্থানীয় বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, তর্কবিতর্কের শুরুতেই মুক্তার ও তার ভাই ফরহাদকে বারবার ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে আবার লোকজন নিয়ে এসে রিপনের বাড়িতে হামলা চালিয়েছে।
কৃষক লীগের নেতা রিপন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলাকারী মুক্তার ও ফরহাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মুক্তার অজ্ঞাত ১৫-১৬ জন সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুই ভাইসহ চারজন গুরুতর আহত হই। আহতদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা গুরুতর।’
রিপন বলেন, ‘এ ছাড়া হামলাকারীরা আমার মা, বোন ও বউয়ের শরীরেও আঘাত করেছে। সেই সঙ্গে বাড়িতে হামলাও চালিয়েছে।’
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হামলাকারীদের তথ্য সংগ্রহের কাজ করছি। কাজ শেষ হলে বিস্তারিত বলতে পারব। হামলায় আহতরা অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।’

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
২৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
২৮ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
৩৫ মিনিট আগে