নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের নদীগুলোকে রক্ষায় দখলদারদের সরিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, ৫৪ হাজার চিহ্নিত নদী খেকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে দায়বদ্ধ করলে নদী আগের জায়গায় ফেরত আসতে বাধ্য। প্রতি বর্ষায় নদী নিজের রূপ ফেরত আনার জন্য সচেষ্ট থাকে। শুধু দরকার নদী খেকোদের কালো হাত সরিয়ে দেওয়া।
আজ শুক্রবার রাজধানীর বাহাদুর শাহ পার্কে বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে পার্ক থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত র্যালির আয়োজন করা হয়। পরে সদরঘাট থেকে নৌকাযোগে বসিলা ব্রিজ পর্যন্ত নদী সরেজমিন পরিদর্শন করে বাপার প্রতিনিধিদল।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘এবারের নির্বাচনে নদী খেকোদের উপস্থিতি, সংযুক্তি বা আশকারা যাতে না থাকে। নির্বাচনে দলীয় ইশতেহারে নদী রক্ষায় যদি সুস্পষ্ট নির্দেশনা না থাকে। যদি আদৌ ভোটের নির্বাচন হয়, তাহলে আমরা প্রতিবাদ, এক ধরনের প্রতিশোধের ব্যবস্থা নেব। এটি আমরা নিশ্চিত করতে চাই। কারণ মানুষ জেগে উঠেছে।’
নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস পালন করা হয়। বাপা আয়োজিত নদী দিবসের কর্মসূচিতে গ্রিন ভয়েসসহ একাধিক পরিবেশবাদী সংগঠন অংশ নিয়েছে। এ সময় পরিবেশ কর্মীরা ‘ঢাকার চারপাশের সব নদীর দখল উৎখাত করো’; ‘ভারত ও চীন উভয়ের আন্তর্জাতিক নদী সমূহের ওপর সকল প্রকার নদী প্রবাহ বিরোধী পরিকল্পনা পরিত্যাগ করো’ লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, ‘নদী রক্ষার জন্য সরকার প্রথমে নদী সেল, নদী টাস্কফোর্স, তারপর নদী রক্ষা কমিশন করেছে। কিন্তু নদী রক্ষার ক্ষমতা এখনো নদী রক্ষা কমিশনের নেই। তাই আমরা কমিশনকে বলছি নখদন্তহীন বাঘ। নদী দখল ও দূষণ প্রতিরোধে কমিশনের কোনো ক্ষমতা নেই। তাদের জেলা প্রশাসন বা বিভিন্ন সংস্থার ওপর নির্ভর করতে হয়। কমিশনকে নদী রক্ষায় আরও শক্তিশালী করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, যুগ্ম সম্পাদক আমিনুর রসুল প্রমুখ।

দেশের নদীগুলোকে রক্ষায় দখলদারদের সরিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, ৫৪ হাজার চিহ্নিত নদী খেকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারি সংস্থাগুলোকে দায়বদ্ধ করলে নদী আগের জায়গায় ফেরত আসতে বাধ্য। প্রতি বর্ষায় নদী নিজের রূপ ফেরত আনার জন্য সচেষ্ট থাকে। শুধু দরকার নদী খেকোদের কালো হাত সরিয়ে দেওয়া।
আজ শুক্রবার রাজধানীর বাহাদুর শাহ পার্কে বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে পার্ক থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত র্যালির আয়োজন করা হয়। পরে সদরঘাট থেকে নৌকাযোগে বসিলা ব্রিজ পর্যন্ত নদী সরেজমিন পরিদর্শন করে বাপার প্রতিনিধিদল।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘এবারের নির্বাচনে নদী খেকোদের উপস্থিতি, সংযুক্তি বা আশকারা যাতে না থাকে। নির্বাচনে দলীয় ইশতেহারে নদী রক্ষায় যদি সুস্পষ্ট নির্দেশনা না থাকে। যদি আদৌ ভোটের নির্বাচন হয়, তাহলে আমরা প্রতিবাদ, এক ধরনের প্রতিশোধের ব্যবস্থা নেব। এটি আমরা নিশ্চিত করতে চাই। কারণ মানুষ জেগে উঠেছে।’
নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস পালন করা হয়। বাপা আয়োজিত নদী দিবসের কর্মসূচিতে গ্রিন ভয়েসসহ একাধিক পরিবেশবাদী সংগঠন অংশ নিয়েছে। এ সময় পরিবেশ কর্মীরা ‘ঢাকার চারপাশের সব নদীর দখল উৎখাত করো’; ‘ভারত ও চীন উভয়ের আন্তর্জাতিক নদী সমূহের ওপর সকল প্রকার নদী প্রবাহ বিরোধী পরিকল্পনা পরিত্যাগ করো’ লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, ‘নদী রক্ষার জন্য সরকার প্রথমে নদী সেল, নদী টাস্কফোর্স, তারপর নদী রক্ষা কমিশন করেছে। কিন্তু নদী রক্ষার ক্ষমতা এখনো নদী রক্ষা কমিশনের নেই। তাই আমরা কমিশনকে বলছি নখদন্তহীন বাঘ। নদী দখল ও দূষণ প্রতিরোধে কমিশনের কোনো ক্ষমতা নেই। তাদের জেলা প্রশাসন বা বিভিন্ন সংস্থার ওপর নির্ভর করতে হয়। কমিশনকে নদী রক্ষায় আরও শক্তিশালী করতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, যুগ্ম সম্পাদক আমিনুর রসুল প্রমুখ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
২৮ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩৮ মিনিট আগে