মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শিবচরের ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামে একটি অনলাইন সাইট অ্যাপসের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে শিবচর থানার পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল সোমবার রাতে পুলিশ প্রতারক স্বামী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন গ্রেপ্তারকৃত দম্পতিসহ কয়েকজনের প্রতারক চক্র।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ ব্রত কুন্ডু।
ভুক্তভোগী পরিবারের বরাতে এসআই সিদ্ধার্থ ব্রত কণ্ডু জানান, জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাতবরের ছেলে কামাল হোসেন (৪২) ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারসহ (৩৮) একটি প্রতারক চক্র ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটের সঙ্গে যুক্ত। এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়ালে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দ্বিগুণ আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে আসছিলেন তাঁরা। তাঁদের প্রলোভনে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ টাকা বিনিয়োগ করেন। প্রথমে বেশ কয়েকজনকে ২১ দিনে দ্বিগুণ টাকা ফেরতও দেন প্রতারক কামাল হোসেনসহ চক্রটি। বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়।
সিদ্ধার্থ ব্রত কুন্ডু আরও বলেন, বিনিয়োগকারীদের সন্দেহ হলে গতকাল সোমবার দুপুরে এক ভুক্তভোগী বাদী হয়ে প্রতারকসহ সাতজনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে শিবচর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে গ্রেপ্তার করে। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

মাদারীপুর শিবচরের ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামে একটি অনলাইন সাইট অ্যাপসের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে শিবচর থানার পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল সোমবার রাতে পুলিশ প্রতারক স্বামী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাত জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন গ্রেপ্তারকৃত দম্পতিসহ কয়েকজনের প্রতারক চক্র।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ ব্রত কুন্ডু।
ভুক্তভোগী পরিবারের বরাতে এসআই সিদ্ধার্থ ব্রত কণ্ডু জানান, জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাতবরের ছেলে কামাল হোসেন (৪২) ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারসহ (৩৮) একটি প্রতারক চক্র ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটের সঙ্গে যুক্ত। এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়ালে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দ্বিগুণ আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে আসছিলেন তাঁরা। তাঁদের প্রলোভনে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ টাকা বিনিয়োগ করেন। প্রথমে বেশ কয়েকজনকে ২১ দিনে দ্বিগুণ টাকা ফেরতও দেন প্রতারক কামাল হোসেনসহ চক্রটি। বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়।
সিদ্ধার্থ ব্রত কুন্ডু আরও বলেন, বিনিয়োগকারীদের সন্দেহ হলে গতকাল সোমবার দুপুরে এক ভুক্তভোগী বাদী হয়ে প্রতারকসহ সাতজনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে রাতে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পরে শিবচর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তারকে গ্রেপ্তার করে। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
৭ মিনিট আগে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় শুটার জিনাত এবং হত্যার পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক অপর একজন তাঁদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে
৩১ মিনিট আগে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১ ঘণ্টা আগে