Ajker Patrika

বোরকা-হিজাব পরায় হয়রানি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বোরকা-হিজাব পরায় হয়রানি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরায় হয়রানি-হেনস্তার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে হেনস্তাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী ৬০ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে। শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে এই বিষয়ে প্রতিবেদন দিতে হবে।

এই সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই নির্দেশ দেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। 

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ও বোরকা পরা নিয়ে হয়রানি-হেনস্তার অভিযোগে ২০১৯ সালে রিট করা হয়েছিল। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। বোরকা ও হিজাব পরিধানকারীদের প্রতি হয়রানিমূলক আচরণকে কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে সংঘটিত হয়রানিমূলক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট। 

ওই রুলের এখনো শুনানি হয়নি। তবে সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বোরকা এবং হিজাব পরায় হয়রানির অভিযোগ উঠেছে। যার কারণে সম্পূরক আবেদন করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

তারেক রহমানের গাড়িতে খাম রেখে দ্রুত পালাল মোটরসাইকেলচালক, কী ছিল তাতে

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

তিন জেলায় নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, চলছে আবেদন

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত