নাঈমুল হাসান, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
জানা গেছে, গত ১৬ জুলাই অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যান (এলপিআর) টঙ্গীতে দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। তারপর থেকেই জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যায়। তিন দিন পর পাশের কালীগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রার মো. হাফিজুর রহমানকে এই অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সাবরেজিস্ট্রার হাফিজুর রহমান সপ্তাহে দুই দিন অফিস করেন, ফলে দলিল রেজিস্ট্রি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
টঙ্গী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখকেরা জানিয়েছেন, সপ্তাহে দুই দিন জমি রেজিস্ট্রি করতে গেলে নানা ভোগান্তির শিকার হতে হয়। ব্যাংক ড্রাফট, জমির কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করতেই বেলা শেষ হয়ে যায়। ওই দিন কোনো কারণে জমির দলিল না হলে, পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হয়। নানা ভোগান্তির কারণে জমির মালিকেরা বেচাকেনায় আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দলিল লেখকেরাও বেকার হয়ে পড়ছেন।
টঙ্গীর পাগাড় এলাকার বাসিন্দা খন্দকার জাহাঙ্গীর হক সেবা নিতে আসেন টঙ্গী সাবরেজিস্ট্রার কার্যালয়ে। তিনি বলেন, ‘শারীরিক অসুস্থার কারণে দ্রুত জমি রেজিস্ট্রি করার আবেদন জানিয়েছিলাম। কাঙ্ক্ষিত সেবাটি পাইনি। সাবরেজিস্ট্রার সপ্তাহে দুই দিন এ কার্যালয়ে জমি রেজিস্ট্রি করেন।’
টঙ্গী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল বলেন, টঙ্গী সাবরেজিস্ট্রারের কার্যালয়ে গড়ে প্রতিদিন ৯০-১০০টি জমির দলিল রেজিস্ট্রি করা হতো। এখন ২৫টির বেশি দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না।
টঙ্গী কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সাবরেজিস্ট্রার মো. হাফিজুর রহমান বলেন, ‘টঙ্গী সাবরেজিস্ট্রি কার্যালয়ে প্রতিদিন শতাধিক জমি রেজিস্ট্রি করা হতো। আমি খণ্ডকালীন এ কার্যালয়ে দায়িত্ব পালন করছি। তাই শতাধিক দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না। টঙ্গীর কার্যালয়ে সপ্তাহে তিন দিন অফিস করার নির্দেশ রয়েছে।’
গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাপ্তাহিক পাঁচ কার্যদিবসের মধ্যে টঙ্গীতে তিন দিন ও কালীগঞ্জ উপজেলায় বাকি দুদিন জমি রেজিস্ট্রি করতে সাবরেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছি। টঙ্গী কার্যালয়ের সাবরেজিস্ট্রার এলপিআরে রয়েছেন। পদ শূন্য থাকায় এ সমস্যা হচ্ছে। সাবরেজিস্ট্রারের যোগদানের বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করছি দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে সাবরেজিস্ট্রার যোগদান করবেন।’

গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
জানা গেছে, গত ১৬ জুলাই অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যান (এলপিআর) টঙ্গীতে দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। তারপর থেকেই জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যায়। তিন দিন পর পাশের কালীগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রার মো. হাফিজুর রহমানকে এই অফিসের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সাবরেজিস্ট্রার হাফিজুর রহমান সপ্তাহে দুই দিন অফিস করেন, ফলে দলিল রেজিস্ট্রি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
টঙ্গী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখকেরা জানিয়েছেন, সপ্তাহে দুই দিন জমি রেজিস্ট্রি করতে গেলে নানা ভোগান্তির শিকার হতে হয়। ব্যাংক ড্রাফট, জমির কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করতেই বেলা শেষ হয়ে যায়। ওই দিন কোনো কারণে জমির দলিল না হলে, পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হয়। নানা ভোগান্তির কারণে জমির মালিকেরা বেচাকেনায় আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দলিল লেখকেরাও বেকার হয়ে পড়ছেন।
টঙ্গীর পাগাড় এলাকার বাসিন্দা খন্দকার জাহাঙ্গীর হক সেবা নিতে আসেন টঙ্গী সাবরেজিস্ট্রার কার্যালয়ে। তিনি বলেন, ‘শারীরিক অসুস্থার কারণে দ্রুত জমি রেজিস্ট্রি করার আবেদন জানিয়েছিলাম। কাঙ্ক্ষিত সেবাটি পাইনি। সাবরেজিস্ট্রার সপ্তাহে দুই দিন এ কার্যালয়ে জমি রেজিস্ট্রি করেন।’
টঙ্গী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল বলেন, টঙ্গী সাবরেজিস্ট্রারের কার্যালয়ে গড়ে প্রতিদিন ৯০-১০০টি জমির দলিল রেজিস্ট্রি করা হতো। এখন ২৫টির বেশি দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না।
টঙ্গী কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সাবরেজিস্ট্রার মো. হাফিজুর রহমান বলেন, ‘টঙ্গী সাবরেজিস্ট্রি কার্যালয়ে প্রতিদিন শতাধিক জমি রেজিস্ট্রি করা হতো। আমি খণ্ডকালীন এ কার্যালয়ে দায়িত্ব পালন করছি। তাই শতাধিক দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না। টঙ্গীর কার্যালয়ে সপ্তাহে তিন দিন অফিস করার নির্দেশ রয়েছে।’
গাজীপুর জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাপ্তাহিক পাঁচ কার্যদিবসের মধ্যে টঙ্গীতে তিন দিন ও কালীগঞ্জ উপজেলায় বাকি দুদিন জমি রেজিস্ট্রি করতে সাবরেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছি। টঙ্গী কার্যালয়ের সাবরেজিস্ট্রার এলপিআরে রয়েছেন। পদ শূন্য থাকায় এ সমস্যা হচ্ছে। সাবরেজিস্ট্রারের যোগদানের বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করছি দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে সাবরেজিস্ট্রার যোগদান করবেন।’

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ মিনিট আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৫ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২১ মিনিট আগে