Ajker Patrika

রোববার থেকে শারীরিক উপস্থিতিতে উচ্চ আদালতের বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪: ১১
রোববার থেকে শারীরিক উপস্থিতিতে উচ্চ আদালতের বিচারকাজ

করোনার প্রকোপ কমে যাওয়ায় আগামী রোববার থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ পরিচালিত হবে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুব শিগগির এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দেশে করোনা শনাক্ত হওয়ার পর ২০২০ সালের মার্চে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।

সংক্রমণ কমতে থাকলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু করা হয়। পরে হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি ভার্চুয়াল আদালতও চালু থাকে। পরে গত বছরের ১ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত