বিএনপির সভায় জামায়াতবিরোধী প্ল্যাকার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯: ৩২
Thumbnail image
বিএনপির সভায় জামায়াতবিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর নানান কারণে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে দূরত্ব বেড়েছে। এবার বিএনপির সভায় প্রকাশ্যে জামায়াতবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড হাতে হাজির হয়েছেন দলটির নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘৭১-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সভায় এ চিত্র দেখা যায়।

এ সময় আগত নেতা-কর্মীদেরও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দিতে দেখা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপির অঙ্গ সংগঠন। সংগঠনটি ১৯৯২ সালের ২৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে প্রতিষ্ঠিত হয়।

বিএনপির নেতা-কর্মীদের প্ল্যাকার্ডে দেখা যায়, ‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে, জামায়াত-শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত