প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৩ নং ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে শো’কজের নোটিশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অফিস ঢাকা থেকে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে চিঠি পাঠানো হয়।
জানা গেছে, হাবিবুর রহমানের বাবা আবদুর সামাদ মিয়াসদরপুর উপজেলার ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। বাবার মৃত্যুর পর হাবিবুর রহমান সেই স্কুলে চাকরি পান। পরবর্তীতে তিনি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হাবিবুর রহমানের মৃত্যুর পর তাঁর মা রোকেয়া বেগম পেনশনের টাকা উত্তোলন করতেন। রোকেয়া বেগম ২০১৫ সালের ১ লা জানুয়ারি মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মে পর্যন্ত হাবিবুর রহমান ৩ লাখ ৬৫ হাজার ২৭৬ টাকা অবৈধ ভাবে উত্তোলন করেন।
এ নিয়ে স্থানীয় মো. নুরুল ইসলাম ফরিদপুর জেলা প্রশাসকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ দাখিল করে। সেই অভিযোগ জানাজানি হওয়ার পর এবং নিজের চাকরি বাঁচাতে মো. হাবিবুর রহমান ২০২০ সালের ১১ জানুয়ারি উত্তোলনকৃত ৩ লাখ ৬৫ হাজার ২শ ৭৬ টাকা সোনালী ব্যাংক সদরপুর শাখায় ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দেন।
কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্তে হাবিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ ভাবে বাবার পেনশনের টাকা তোলার জন্য আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। গত ২২ আগস্ট হতে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. : ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। এ ছাড়া ১০ কর্ম দিবসের মধ্যে হাবিবুর রহমানকে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, একটি চিঠি তিনি পেয়েছেন। নির্ধারিত সময়েই চিঠির জবাব দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মালেক বলেন, ঢাকা থেকে চিঠির মাধ্যমে হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। সেই মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৩ নং ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে শো’কজের নোটিশ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অফিস ঢাকা থেকে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে চিঠি পাঠানো হয়।
জানা গেছে, হাবিবুর রহমানের বাবা আবদুর সামাদ মিয়াসদরপুর উপজেলার ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। বাবার মৃত্যুর পর হাবিবুর রহমান সেই স্কুলে চাকরি পান। পরবর্তীতে তিনি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হাবিবুর রহমানের মৃত্যুর পর তাঁর মা রোকেয়া বেগম পেনশনের টাকা উত্তোলন করতেন। রোকেয়া বেগম ২০১৫ সালের ১ লা জানুয়ারি মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মে পর্যন্ত হাবিবুর রহমান ৩ লাখ ৬৫ হাজার ২৭৬ টাকা অবৈধ ভাবে উত্তোলন করেন।
এ নিয়ে স্থানীয় মো. নুরুল ইসলাম ফরিদপুর জেলা প্রশাসকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ দাখিল করে। সেই অভিযোগ জানাজানি হওয়ার পর এবং নিজের চাকরি বাঁচাতে মো. হাবিবুর রহমান ২০২০ সালের ১১ জানুয়ারি উত্তোলনকৃত ৩ লাখ ৬৫ হাজার ২শ ৭৬ টাকা সোনালী ব্যাংক সদরপুর শাখায় ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দেন।
কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্তে হাবিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ ভাবে বাবার পেনশনের টাকা তোলার জন্য আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। গত ২২ আগস্ট হতে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. : ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। এ ছাড়া ১০ কর্ম দিবসের মধ্যে হাবিবুর রহমানকে চিঠির জবাব দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, একটি চিঠি তিনি পেয়েছেন। নির্ধারিত সময়েই চিঠির জবাব দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মালেক বলেন, ঢাকা থেকে চিঠির মাধ্যমে হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। সেই মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
২১ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে