Ajker Patrika

বিয়েতে রাজি না হওয়ায় মশার কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

বিয়েতে রাজি না হওয়ায় মশার কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

গাজীপুরের শ্রীপুরে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় মশার কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোরী প্রেমিকার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। 

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রেমিক শুভ পলাতক রয়েছে। অভিযুক্ত প্রেমিক শুভ (২০) শ্রীপুর পৌর এলাকার দরগারচালা গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

ভুক্তভোগীর পরিবার জানা যায়, অভিযুক্ত শুভর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে ১৭ বছরের ওই কিশোরী। এই সুযোগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান শুভ। দীর্ঘদিন পর বিয়ের কথা বললে অভিযুক্ত ওই যুবক তাঁকে বিয়ে করতে অস্বীকার করে। এরপর স্থানীয়দের কাছে বিচার দাবি করলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরের দিন থেকেই এলাকার বাইরে চলে যায় শুভ। গত মঙ্গলবার সকালে ঘরে রাখা মশা তাড়ানোর কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবতী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। 

ওই কিশোরীর নানি বলেন, ওদের মধ্যে এক বছর ধরে সম্পর্ক ছিল। ঘটনাটি জানাজানি হতেই পাড়াতে সালিশি সভা হয়। সালিশি সভাতে অভিযুক্ত যুবক বিয়ে করতে রাজিও হয়। তাঁর বাবাও রাজি ছিল। এরপর যোগাযোগ বন্ধ করে দেয় সে। এ অপমানে নাতনি মশার কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

স্থানীয় আলম মিয়া বলেন, বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশি বৈঠকে ছেলে-মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বলা হয়। তারা রাজিও ছিল। হঠাৎ করে আবার এ ঘটনা। এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম বলেন, কিশোরীর পেটের ভেতর থেকে কয়েলের বিষাক্ত পদার্থ বের করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। অবস্থা মোটামুটি ভালো। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, ছেলেমেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক। তাই সে ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে বলেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত