নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইক্রোবাসে অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় এক আসামির জবানবন্দিতে নাম আসা উত্তরা পশ্চিম থানার এসআই ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ওমর ফারুকের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে তাঁকে নিম্ন আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. জাহাঙ্গীর কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৬৪ ধারার জবানবন্দিতে এসেছে, এসআই ওমর ফারুক অপহরণ ও চাঁদাবাজির ঘটনার মূল হোতা। হাইকোর্ট আগাম জামিন খারিজ করে দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বাদী জয়দেবপুর মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম বলেছেন, গত ২৪ নভেম্বর জয়দেবপুরের পিরুজালী আলিমপাড়ার একটি খাবার হোটেলে জনৈক আহসান হাবিবের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আহসান হাবিবের কয়েকজন সহযোগী ডিবি পুলিশ পরিচয়ে সাদা রঙের হায়েস গাড়িতে তুলে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে দেন। তাঁরা মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মারধর করলে পকেটে থাকা ১০ হাজার টাকা দেন। পরে আসামিরা তাঁর স্ত্রীকে ফোনকল করে মুক্তিপণ দাবি করেন। তবে স্ত্রীর সঙ্গে কৌশলে কথা বলে জানতে পারেন, তারা ডিবি পুলিশ নয়। এটি আসামিদের জানালে তাঁরা রাত পৌনে ১২টার সময় তুরাগের কামারপাড়ায় গাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় ফেলে দেন।
এরপর পুলিশকে জানালে আহসান হাবিবকে ওই দিন দিবাগত রাতে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে তিনি বিভিন্ন আসামির নাম বলেন। এর মধ্যে মো. শাহীন চৌধুরী নামে এক আসামির জবানবন্দিতে বিষয়টির সঙ্গে এসআই ওমর ফারুকের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।
এ অবস্থায় এসআই ওমর ফারুক হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

মাইক্রোবাসে অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় এক আসামির জবানবন্দিতে নাম আসা উত্তরা পশ্চিম থানার এসআই ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ওমর ফারুকের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে তাঁকে নিম্ন আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. জাহাঙ্গীর কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৬৪ ধারার জবানবন্দিতে এসেছে, এসআই ওমর ফারুক অপহরণ ও চাঁদাবাজির ঘটনার মূল হোতা। হাইকোর্ট আগাম জামিন খারিজ করে দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বাদী জয়দেবপুর মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম বলেছেন, গত ২৪ নভেম্বর জয়দেবপুরের পিরুজালী আলিমপাড়ার একটি খাবার হোটেলে জনৈক আহসান হাবিবের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আহসান হাবিবের কয়েকজন সহযোগী ডিবি পুলিশ পরিচয়ে সাদা রঙের হায়েস গাড়িতে তুলে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে দেন। তাঁরা মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মারধর করলে পকেটে থাকা ১০ হাজার টাকা দেন। পরে আসামিরা তাঁর স্ত্রীকে ফোনকল করে মুক্তিপণ দাবি করেন। তবে স্ত্রীর সঙ্গে কৌশলে কথা বলে জানতে পারেন, তারা ডিবি পুলিশ নয়। এটি আসামিদের জানালে তাঁরা রাত পৌনে ১২টার সময় তুরাগের কামারপাড়ায় গাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় ফেলে দেন।
এরপর পুলিশকে জানালে আহসান হাবিবকে ওই দিন দিবাগত রাতে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। পরে তিনি বিভিন্ন আসামির নাম বলেন। এর মধ্যে মো. শাহীন চৌধুরী নামে এক আসামির জবানবন্দিতে বিষয়টির সঙ্গে এসআই ওমর ফারুকের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।
এ অবস্থায় এসআই ওমর ফারুক হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে