
ভাতা বৃদ্ধির দাবিতে দেশব্যাপী চলমান কর্মবিরতির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মবিরতির প্রত্যাহারের ঘোষণা দেন।
এ সময় ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের প্রাণ। তাঁরা খেয়ে না খেয়ে রোগীদের সেবা দেন। সিনিয়র চিকিৎসকেরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্নরাই রোগীদের অসুবিধা দেখভাল করেন। কাজেই তাঁদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝে আমি নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি ফাইল গ্রহণ করেছেন এবং দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবেন বলেছেন। আমি ইন্টার্নি চিকিৎসকদের বলতে চাই, আন্দোলন না করে চিকিৎসা শিক্ষার কাজে মনোযোগ দিন। প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ে আপনাদেরকে ভালো খবর দিতে সক্ষম হব।’
এর আগে দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় আন্দোলনের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বিএসএমএমইউ উপাচার্য, মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ পেশাজীবী চিকিৎসক নেতৃবৃন্দ আলোচনা করেন।
এ সময় ইর্ন্টানরা বর্তমানে ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, প্রতিবছর এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধির ব্যবস্থা রাখা, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চিকিৎসকদের ঝুঁকিভাতা রাখা, বকেয়া ভাতা পরিশোধ করাসহ অন্যান্য দাবি তুলে ধরেন।

ভাতা বৃদ্ধির দাবিতে দেশব্যাপী চলমান কর্মবিরতির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মবিরতির প্রত্যাহারের ঘোষণা দেন।
এ সময় ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের প্রাণ। তাঁরা খেয়ে না খেয়ে রোগীদের সেবা দেন। সিনিয়র চিকিৎসকেরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্নরাই রোগীদের অসুবিধা দেখভাল করেন। কাজেই তাঁদের দাবিগুলোর যৌক্তিকতা বুঝে আমি নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি ফাইল গ্রহণ করেছেন এবং দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবেন বলেছেন। আমি ইন্টার্নি চিকিৎসকদের বলতে চাই, আন্দোলন না করে চিকিৎসা শিক্ষার কাজে মনোযোগ দিন। প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ে আপনাদেরকে ভালো খবর দিতে সক্ষম হব।’
এর আগে দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় আন্দোলনের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বিএসএমএমইউ উপাচার্য, মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ পেশাজীবী চিকিৎসক নেতৃবৃন্দ আলোচনা করেন।
এ সময় ইর্ন্টানরা বর্তমানে ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, প্রতিবছর এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধির ব্যবস্থা রাখা, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চিকিৎসকদের ঝুঁকিভাতা রাখা, বকেয়া ভাতা পরিশোধ করাসহ অন্যান্য দাবি তুলে ধরেন।

আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে ১০ জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, কমিটির গঠনপ্রক্রিয়া ও কার্যক্রমে অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে