Ajker Patrika

জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১৩

দোহার (ঢাকা) প্রতিনিধি 
জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১৩
সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে এ সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও স্থায়ী সমাধান হয়নি। আজ সকালে একটি পক্ষ ঘর তোলার জন্য কাজ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় কথা-কাটাকাটি এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহত মাকসুদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমরা ঘর তোলার জন্য সুতা টানাচ্ছিলাম, তখন ইমন, সুরহাব, শিল্প, বিলকিসসহ কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার গলা থেকে দুই আনি ওজনের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

গিয়াস উদ্দিন নামের একজন বলেন, ‘মাসখানেক আগে এলাকার মুরব্বিরা বসে বিষয়টি সমাধান করে দিয়েছিলেন। সেই সমাধান অনুযায়ী আমরা আজকে ঘর তুলতে গেলে ইমন ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

দোহার থানার তদন্ত কর্মকর্তা নুরুন্নবী বলেন, ‘ঘটনার পর দুই পক্ষ থেকেই আমাদের কাছে ফোন এসেছে এবং তারা মামলা করার কথা জানিয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত