নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামি মঙ্গলবার বরিশালে যাবেন তামান্না তাসনিম। যাওয়ার আগে এবারের ইদের বাকি কেনাকাটা সেরে ফেলার জন্য দুপুরে নিউমার্কেটের দিকে এসেছেন তিনি। তামান্না বলেন, ‘দুই দিন ধরে অনেক গ্যাঞ্জাম হচ্ছে জানি। তাও সকালে যখন শুনলাম দোকান খুলেছে তখন কিছুটা সময় নিয়েই সিদ্ধান্ত নেই এখানে আসার। দেশের বাড়ি দুই বারই যাওয়া হয়। ইদ অনেক আনন্দের উৎসব তাই একেবারে খালি হাতে বাড়ি ফিরতে খারাপ লাগে।’
অনেকেই বাড়ি ফেরার আগে কিছু কেনাকাটা করে নিচ্ছেন। নিউমার্কেট দুই দিন বন্ধ হওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি ভুগতে হয়েছে ক্রেতাদেরও।
চাকরিজীবী সুদিপ্তা জানালেন অনেক কারণেই ইদের কেনাকাটা করে ওঠা হয়নি। মাত্র প্রস্তুতি নিচ্ছিলেন কেনাকাটার। এরই মধ্যে নিউমার্কেট বন্ধ। আজ খোলা আছে জেনে কিছুটা ভয় নিয়ে, পরিবারকে না জানিয়েই চলে এসেছেন নিউমার্কেট এলাকাতে।
সুদিপ্তা বলেন, মধ্যবিত্তদের জন্য নিউমার্কেটই ভরসা। ইদ বলুন আর যেকোনো উৎসব বলুন, যেকোনো প্রয়োজনে আমরা এখানেই আসি। ইদে একটা জামা একটু দামি থাকে, পাশাপাশি কিছু আনুষঙ্গিক কেনাকাটা থাকে যার জন্য আমরা নিউমার্কেটকেই ভরসা করি। আমরা যারা আজ এখানে এসেছি তারা আতঙ্ক নিয়ে প্রয়োজন মেটাতেই এসেছি।
সকাল থেকে দোকান খুললেও তেমন ক্রেতা পাচ্ছেন না বলে দাবি বিক্রেতাদের। অনেকেই দাবি করছেন গত দুই দিনের ঘটনায় জড়িতদের পাশাপাশি যারা জড়িত ছিলেন না তাদের ক্ষতি হয়েছে দ্বিগুণ। তাদের দাবি এমন অনেক ব্যবসায়ী আছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু দোকান বন্ধ রাখতে হয়েছে। এর প্রভাব আরও দুই তিন দিন থাকবে বলে মনে করছেন তারা। নিউমার্কেটের আশপাশের দোকানগুলোর বেচাকেনার মধ্যেও এই অবস্থার প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা।
বিক্রেতা সবুজ আহমেদ জানান, ক্রেতারা আতঙ্কিত। এমন অনেকেই আছেন যাদের সঙ্গে বেচাকেনা সূত্রে আমাদের পরিচয় ভালো ছিল। তারাও এখন অনেকেই অনাগ্রহী হয়ে পড়েছেন। ইদের বাজারে এমন সময় বেচাকেনার আরও একটা সম্ভাবনা তৈরি হয়। ইদে বাড়ি যাওয়ার আগে, বেতন বোনাস হলে অনেকেই কিনতে আসে। কিন্তু এই ঘটনার পর মানুষের স্বাভাবিক হতেই সময় লাগবে। আগের দুই দিনের সঙ্গে আরও দুই দিন যোগ করেন। তারপর তো ২৫ তারিখ থেকে সবাই বাড়িই ফিরবে। আর কীভাবে হবে বেচাকেনা।
তবে আশা হারাচ্ছেন না বিক্রেতারা। ইদে বাড়ি ফেরার আগে অনেকেই বাকি থাকা ইদের কেনাকাটা করেই বাড়ি ফিরবেন বলে আশা রাখছেন তারা। বিক্রেতারা জানান, ছুটির দিন ছাড়া দুপুরে আর ইফতারের পরের তুলনামূলক ভিড় বেশি হয়।

আগামি মঙ্গলবার বরিশালে যাবেন তামান্না তাসনিম। যাওয়ার আগে এবারের ইদের বাকি কেনাকাটা সেরে ফেলার জন্য দুপুরে নিউমার্কেটের দিকে এসেছেন তিনি। তামান্না বলেন, ‘দুই দিন ধরে অনেক গ্যাঞ্জাম হচ্ছে জানি। তাও সকালে যখন শুনলাম দোকান খুলেছে তখন কিছুটা সময় নিয়েই সিদ্ধান্ত নেই এখানে আসার। দেশের বাড়ি দুই বারই যাওয়া হয়। ইদ অনেক আনন্দের উৎসব তাই একেবারে খালি হাতে বাড়ি ফিরতে খারাপ লাগে।’
অনেকেই বাড়ি ফেরার আগে কিছু কেনাকাটা করে নিচ্ছেন। নিউমার্কেট দুই দিন বন্ধ হওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি ভুগতে হয়েছে ক্রেতাদেরও।
চাকরিজীবী সুদিপ্তা জানালেন অনেক কারণেই ইদের কেনাকাটা করে ওঠা হয়নি। মাত্র প্রস্তুতি নিচ্ছিলেন কেনাকাটার। এরই মধ্যে নিউমার্কেট বন্ধ। আজ খোলা আছে জেনে কিছুটা ভয় নিয়ে, পরিবারকে না জানিয়েই চলে এসেছেন নিউমার্কেট এলাকাতে।
সুদিপ্তা বলেন, মধ্যবিত্তদের জন্য নিউমার্কেটই ভরসা। ইদ বলুন আর যেকোনো উৎসব বলুন, যেকোনো প্রয়োজনে আমরা এখানেই আসি। ইদে একটা জামা একটু দামি থাকে, পাশাপাশি কিছু আনুষঙ্গিক কেনাকাটা থাকে যার জন্য আমরা নিউমার্কেটকেই ভরসা করি। আমরা যারা আজ এখানে এসেছি তারা আতঙ্ক নিয়ে প্রয়োজন মেটাতেই এসেছি।
সকাল থেকে দোকান খুললেও তেমন ক্রেতা পাচ্ছেন না বলে দাবি বিক্রেতাদের। অনেকেই দাবি করছেন গত দুই দিনের ঘটনায় জড়িতদের পাশাপাশি যারা জড়িত ছিলেন না তাদের ক্ষতি হয়েছে দ্বিগুণ। তাদের দাবি এমন অনেক ব্যবসায়ী আছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু দোকান বন্ধ রাখতে হয়েছে। এর প্রভাব আরও দুই তিন দিন থাকবে বলে মনে করছেন তারা। নিউমার্কেটের আশপাশের দোকানগুলোর বেচাকেনার মধ্যেও এই অবস্থার প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা।
বিক্রেতা সবুজ আহমেদ জানান, ক্রেতারা আতঙ্কিত। এমন অনেকেই আছেন যাদের সঙ্গে বেচাকেনা সূত্রে আমাদের পরিচয় ভালো ছিল। তারাও এখন অনেকেই অনাগ্রহী হয়ে পড়েছেন। ইদের বাজারে এমন সময় বেচাকেনার আরও একটা সম্ভাবনা তৈরি হয়। ইদে বাড়ি যাওয়ার আগে, বেতন বোনাস হলে অনেকেই কিনতে আসে। কিন্তু এই ঘটনার পর মানুষের স্বাভাবিক হতেই সময় লাগবে। আগের দুই দিনের সঙ্গে আরও দুই দিন যোগ করেন। তারপর তো ২৫ তারিখ থেকে সবাই বাড়িই ফিরবে। আর কীভাবে হবে বেচাকেনা।
তবে আশা হারাচ্ছেন না বিক্রেতারা। ইদে বাড়ি ফেরার আগে অনেকেই বাকি থাকা ইদের কেনাকাটা করেই বাড়ি ফিরবেন বলে আশা রাখছেন তারা। বিক্রেতারা জানান, ছুটির দিন ছাড়া দুপুরে আর ইফতারের পরের তুলনামূলক ভিড় বেশি হয়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৭ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
১৮ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৪ মিনিট আগে
ধুনটে চেকপোস্টে তিন পুলিশ সদস্যকে মব সৃষ্টি করে হেনস্তার অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। আজ সোমবার উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে