Ajker Patrika

সংস্কার শেষ না করে নির্বাচন দিলে পরিস্থিতি আরও খারাপ হবে: ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংস্কার শেষ না করে নির্বাচন দিলে পরিস্থিতি আরও খারাপ হবে: ইলিয়াস কাঞ্চন
গণশক্তি সভার আয়োজিত সেমিনারে কথা বলছেন ইলিয়াস কাঞ্চন। ছবি: আজকের পত্রিকা

সংস্কার শেষ করে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, সংস্কারপর্ব সমাপ্ত না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে কিন্তু সেই আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতে আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভার আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিসচার চেয়ারম্যান বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই নির্বাচনটা কীভাবে হবে? হওয়ার মতো কোনো পরিবেশ-পরিস্থিতি কি লক্ষ করা যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা যা বলি তা একটু শুনুন। যদি না শোনেন, তাহলে আমাদের আর কথা বলার দরকার নেই। কারণ সঠিকভাবে যদি নির্বাচন করতে চান, তাহলে আমাদের কথা শুনতে হবে।’

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘গত ছয় মাসে পুলিশের অনেক রিফর্ম করা সম্ভব ছিল, কিন্তু তা হয়নি। আমরা শুধু মনে হচ্ছে, সামনে এক বড় দুর্যোগ অপেক্ষা করছে। আমাদের মধ্যে এখন ঐক্য নেই। আর ঐক্য না থাকার ফলাফল ভালো কিছু বয়ে আনবে না।’

নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান বলেন, সবার আগে রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে। তাদের মধ্যে বোধোদয় হলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে।

তিনি আরও বলেন, ‘গ্রামাঞ্চলের অবস্থা এখন ভালো নয়। সেখানে টাকার বিনিময়ে মামলা দেওয়াসহ নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ড চলছে। আমরা আশা করছি, একটা নির্বাচনের মাধ্যমে গ্রামাঞ্চলের এসব সমস্যার সমাধান হবে।’

সেমিনারে আরও বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ ও সাবেক সচিব কাসেম মাসুদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত