বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন।
বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাঁকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ।
এসব আচরণ তাঁকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়।
এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার আজকের পত্রিকাকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রাহক সেবা থেকে এখনো তাঁকে কিছু জানানো হয়নি।
বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন, তাঁদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ।
এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রাওশন কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন।
বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাঁকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ।
এসব আচরণ তাঁকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়।
এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার আজকের পত্রিকাকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রাহক সেবা থেকে এখনো তাঁকে কিছু জানানো হয়নি।
বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন, তাঁদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ।
এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রাওশন কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
৬ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে