বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন।
বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাঁকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ।
এসব আচরণ তাঁকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়।
এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার আজকের পত্রিকাকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রাহক সেবা থেকে এখনো তাঁকে কিছু জানানো হয়নি।
বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন, তাঁদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ।
এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রাওশন কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন।
বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাঁকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ।
এসব আচরণ তাঁকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়।
এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার আজকের পত্রিকাকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রাহক সেবা থেকে এখনো তাঁকে কিছু জানানো হয়নি।
বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন, তাঁদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ।
এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রাওশন কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২৪ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে