নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় মানব পাচারের মামলায় তদন্ত করতে গিয়ে আজ সোমবার সিআইডি তাঁদের গ্রেপ্তার করে। ওই মামলায় অমি ছাড়াও পাঁচজনকে নামে এবং অজ্ঞাত ছয়–সাতজনকে আসামি করা হয়েছিল।
সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়। আগামীকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, আমাদের তালিকাভুক্ত মানব পাচারকারীদের একজন অমি। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছিল। এর মাঝেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানা-পুলিশ গ্রেপ্তার না করলে সিআইডি তাঁকে মানবপাচারের দায়ে গ্রেপ্তার করত।
গত ৮ জুন মধ্যরাতে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। সাভার থানায় করা পরীমণির মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি। অমি বর্তমানে মাদকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে রয়েছেন।
অমি গ্রেপ্তারের একদিন পর মঙ্গলবার রাজধানীর দক্ষিণখানের তাঁর মালিকানাধীন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়। সেখান থেকে বাছির ও মশিউর মিয়া নামের অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বেআইনিভাবে পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তারে তিনদিন পর তাঁদের জামিন দিয়েছেন আদালত।

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় মানব পাচারের মামলায় তদন্ত করতে গিয়ে আজ সোমবার সিআইডি তাঁদের গ্রেপ্তার করে। ওই মামলায় অমি ছাড়াও পাঁচজনকে নামে এবং অজ্ঞাত ছয়–সাতজনকে আসামি করা হয়েছিল।
সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়। আগামীকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, আমাদের তালিকাভুক্ত মানব পাচারকারীদের একজন অমি। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছিল। এর মাঝেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানা-পুলিশ গ্রেপ্তার না করলে সিআইডি তাঁকে মানবপাচারের দায়ে গ্রেপ্তার করত।
গত ৮ জুন মধ্যরাতে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। সাভার থানায় করা পরীমণির মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি। অমি বর্তমানে মাদকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে রয়েছেন।
অমি গ্রেপ্তারের একদিন পর মঙ্গলবার রাজধানীর দক্ষিণখানের তাঁর মালিকানাধীন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়। সেখান থেকে বাছির ও মশিউর মিয়া নামের অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বেআইনিভাবে পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তারে তিনদিন পর তাঁদের জামিন দিয়েছেন আদালত।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩৪ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৪২ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে