নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১২ মে দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পৃথক পৃথকভাবে এই তারিখ ধার্য করেন।
এর আগে আজ ২৭ এপ্রিল তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট থানা থেকে সব আসামির প্রতিবেদন না আসায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
এ মামলায় অন্য আসামিরা হলেন—রাজউকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার; সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও কাজী ওয়ানি উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. অলিউল্লাহ, আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের একান্ত সহকারী শহিদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান মিয়া, রাজউকের সদস্য মো. খুরশিদ আলম, তন্ময় দাস, মো. নাসির উদ্দিন, সাবেক সদস্য মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মো. মাজহারুল ইসলাম; সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, নায়েব আলী শরীফ; উপপরিচালক কামরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম এবং মো. নুরুল ইসলাম, সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দুর্নীতি দমন কমিশন আদালতের প্রসিকিউশন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।
তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ১৩ এপ্রিল আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। গত ১২ , ১৩ ও ১৪ জানুয়ারি দুদক এসব মামলা দায়ের করে।
মামলার প্রতিটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। অন্যান্য মামলায় বিভিন্নজনকে আসামি করা হয়। তবে ১৩ জন সরকারি কর্মকর্তার প্রত্যেকেই শেখ হাসিনার সঙ্গে ছয় মামলার আসামি।
এর আগে ২৫ মার্চ, দুদক তিন মামলায় হাসিনা, রেহানা, টিউলিপ, রাদওয়ান, আজমিনাসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। হাসিনা, রেহানা, টিউলিপ এবং আরও ১৪ জনকে একটি অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে এবং শেখ হাসিনা, রাদওয়ান, টিউলিপ এবং আরও ১৫ জনকে দ্বিতীয় অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।
অন্য একটি অভিযোগপত্রে হাসিনা, আজমিনা, টিউলিপ এবং আরও ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
আরেক অভিযোগপত্রে তিন মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনকে পলাতক দেখানো হয়েছে।
দুদকের নথি অনুসারে, শেখ হাসিনা রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে নিজের জন্য, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলেমেয়েদের জন্য তথ্য গোপন করে প্লট বরাদ্দ নিয়েছিলেন।

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১২ মে দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পৃথক পৃথকভাবে এই তারিখ ধার্য করেন।
এর আগে আজ ২৭ এপ্রিল তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট থানা থেকে সব আসামির প্রতিবেদন না আসায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
এ মামলায় অন্য আসামিরা হলেন—রাজউকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার; সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও কাজী ওয়ানি উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. অলিউল্লাহ, আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের একান্ত সহকারী শহিদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান মিয়া, রাজউকের সদস্য মো. খুরশিদ আলম, তন্ময় দাস, মো. নাসির উদ্দিন, সাবেক সদস্য মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মো. মাজহারুল ইসলাম; সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, নায়েব আলী শরীফ; উপপরিচালক কামরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম এবং মো. নুরুল ইসলাম, সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দুর্নীতি দমন কমিশন আদালতের প্রসিকিউশন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।
তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ১৩ এপ্রিল আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। গত ১২ , ১৩ ও ১৪ জানুয়ারি দুদক এসব মামলা দায়ের করে।
মামলার প্রতিটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। অন্যান্য মামলায় বিভিন্নজনকে আসামি করা হয়। তবে ১৩ জন সরকারি কর্মকর্তার প্রত্যেকেই শেখ হাসিনার সঙ্গে ছয় মামলার আসামি।
এর আগে ২৫ মার্চ, দুদক তিন মামলায় হাসিনা, রেহানা, টিউলিপ, রাদওয়ান, আজমিনাসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। হাসিনা, রেহানা, টিউলিপ এবং আরও ১৪ জনকে একটি অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে এবং শেখ হাসিনা, রাদওয়ান, টিউলিপ এবং আরও ১৫ জনকে দ্বিতীয় অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে।
অন্য একটি অভিযোগপত্রে হাসিনা, আজমিনা, টিউলিপ এবং আরও ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
আরেক অভিযোগপত্রে তিন মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনকে পলাতক দেখানো হয়েছে।
দুদকের নথি অনুসারে, শেখ হাসিনা রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে নিজের জন্য, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলেমেয়েদের জন্য তথ্য গোপন করে প্লট বরাদ্দ নিয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৫ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৯ মিনিট আগে