ঢামেক প্রতিনিধি

রাজধানীর সবুজবাগের কদমতলার একটি বাসা থেকে শ্রাবনী জামাল নিপা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে কদমতলার একটি বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার এসআই রবিন আওয়াল জানান, ভোরে খবর পেয়ে কদমতলার বাসা থেকে দরজা ভেঙে নিপার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়।
এসআই আরও জানান, নিপা একমাত্র ছেলে আবদুল্লাহ নাহিয়ানকে (৭) নিয়ে কদমতলার বাসায় থাকতেন। তিনি বাসার পাশেই থ্রিপিসের ব্যবসা করতেন। স্বামী আয়াতুল্লাহর সঙ্গে মনোমালিন্যের কারণে তিন বছর যাবৎ আলাদা থাকতেন। মানসিকভাবেও বিষণ্ন ছিলেন নিপা। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিপার মামা খাইরুল আহসান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার ব্রজমোহন গ্রামে। নিপার বাবার নাম আনিছুজ্জামান। নিপা নিজে পছন্দ করে বিয়ে করেছিল আয়াতুল্লাহকে। তাঁদের ঘরে ৭ বছরের ছেলে সন্তান আছে। বিয়ের আগে তাঁর স্বামী কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসান হওয়ায় ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপর তেমন কিছুই করতেন না। এসব বিষয় নিয়ে গত তিন বছর আগে স্বামীর সঙ্গে ঝগড়া লাগে। তারপর ছেলেকে নিয়ে আলাদা থাকত নিপা। স্বামী আয়াতুল্লাহ ডেমরা এলাকায় থাকেন। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি নিপা আত্মহত্যা করেছে।
স্বামী আয়াতুল্লাহ বলেন, নিপার সঙ্গে বিয়ের আগে কাপড়ের ব্যবসা করতাম। ব্যবসায় লোকসানের কারণে বেশ কিছুদিন বেকার হয়ে পড়ি। সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়ে। সিদ্ধান্ত নিই গ্রামের বাড়ি ময়মনসিংহে নিয়ে যাব। কিন্তু সে গ্রামে যেতে রাজি হয় না। এ সব বিষয় নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। তিন বছর আগে আমি আলাদা থাকতে শুরু করি। রাতে শুনতে পাই নিপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রাজধানীর সবুজবাগের কদমতলার একটি বাসা থেকে শ্রাবনী জামাল নিপা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে কদমতলার একটি বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার এসআই রবিন আওয়াল জানান, ভোরে খবর পেয়ে কদমতলার বাসা থেকে দরজা ভেঙে নিপার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়।
এসআই আরও জানান, নিপা একমাত্র ছেলে আবদুল্লাহ নাহিয়ানকে (৭) নিয়ে কদমতলার বাসায় থাকতেন। তিনি বাসার পাশেই থ্রিপিসের ব্যবসা করতেন। স্বামী আয়াতুল্লাহর সঙ্গে মনোমালিন্যের কারণে তিন বছর যাবৎ আলাদা থাকতেন। মানসিকভাবেও বিষণ্ন ছিলেন নিপা। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিপার মামা খাইরুল আহসান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার ব্রজমোহন গ্রামে। নিপার বাবার নাম আনিছুজ্জামান। নিপা নিজে পছন্দ করে বিয়ে করেছিল আয়াতুল্লাহকে। তাঁদের ঘরে ৭ বছরের ছেলে সন্তান আছে। বিয়ের আগে তাঁর স্বামী কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসান হওয়ায় ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপর তেমন কিছুই করতেন না। এসব বিষয় নিয়ে গত তিন বছর আগে স্বামীর সঙ্গে ঝগড়া লাগে। তারপর ছেলেকে নিয়ে আলাদা থাকত নিপা। স্বামী আয়াতুল্লাহ ডেমরা এলাকায় থাকেন। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি নিপা আত্মহত্যা করেছে।
স্বামী আয়াতুল্লাহ বলেন, নিপার সঙ্গে বিয়ের আগে কাপড়ের ব্যবসা করতাম। ব্যবসায় লোকসানের কারণে বেশ কিছুদিন বেকার হয়ে পড়ি। সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়ে। সিদ্ধান্ত নিই গ্রামের বাড়ি ময়মনসিংহে নিয়ে যাব। কিন্তু সে গ্রামে যেতে রাজি হয় না। এ সব বিষয় নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। তিন বছর আগে আমি আলাদা থাকতে শুরু করি। রাতে শুনতে পাই নিপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৪ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৭ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২০ মিনিট আগে