নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্টারনেটভিত্তিক মোবাইল অ্যাপস দিয়ে জালিয়াতি করে ৫ লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনাকারী চক্রের হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আবুল হোসেন পুলক, মাহাদী হাসান, মিজানুর রহমান, মাহি উদ্দিন জামিল, সাইফুল ইসলাম, কভেজ আলী, শাহানুর।
আজ রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
সিআইডি বলছে, ডেসটিনি থেকে অনুপ্রাণিত হয়ে সাবেক দুই কর্মকর্তা মিলে আবারও একইভাবে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। এবার তাঁদের টার্গেট ছিল কম শিক্ষিত গ্রামের নারীরা।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, প্রতারণার অংশ হিসেবে প্রথমে ভুক্তভোগীদের ১ হাজার ৮৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো হয়। এরপর ভুক্তভোগীরা যে টাকা জমা রাখবে, দুই মাস পর তার দ্বিগুণ হবে বলে বেশি বেশি টাকা জমা রাখেন। এর মধ্যে যদি নতুন গ্রাহক এনে দেওয়া যায়, তাঁর থেকে শতকরা ৫০ শতাংশ লাভও পাবেন। যে গ্রাহক যত টাকা জমা দিতে পারবেন, সে অনুযায়ী তাঁদের র্যাঙ্ক দেওয়া হয়। র্যাঙ্ক অনুযায়ী বিদেশে ভ্রমণ, গাড়ি, দামি উপহারও পেয়ে থাকেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, মানুষকে প্রলোভনে ফেলানোর জন্য তাঁরা মাঝে মাঝেই লাখ লাখ টাকা দিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। সিআইডি সবাইকে পরামর্শ দিচ্ছে দুই মাসে টাকা দ্বিগুণ করা সম্ভব নয়। আপনারা কেউ এই ফাঁদে পা দেবেন না।

ইন্টারনেটভিত্তিক মোবাইল অ্যাপস দিয়ে জালিয়াতি করে ৫ লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম পরিচালনাকারী চক্রের হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আবুল হোসেন পুলক, মাহাদী হাসান, মিজানুর রহমান, মাহি উদ্দিন জামিল, সাইফুল ইসলাম, কভেজ আলী, শাহানুর।
আজ রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
সিআইডি বলছে, ডেসটিনি থেকে অনুপ্রাণিত হয়ে সাবেক দুই কর্মকর্তা মিলে আবারও একইভাবে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। এবার তাঁদের টার্গেট ছিল কম শিক্ষিত গ্রামের নারীরা।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, প্রতারণার অংশ হিসেবে প্রথমে ভুক্তভোগীদের ১ হাজার ৮৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো হয়। এরপর ভুক্তভোগীরা যে টাকা জমা রাখবে, দুই মাস পর তার দ্বিগুণ হবে বলে বেশি বেশি টাকা জমা রাখেন। এর মধ্যে যদি নতুন গ্রাহক এনে দেওয়া যায়, তাঁর থেকে শতকরা ৫০ শতাংশ লাভও পাবেন। যে গ্রাহক যত টাকা জমা দিতে পারবেন, সে অনুযায়ী তাঁদের র্যাঙ্ক দেওয়া হয়। র্যাঙ্ক অনুযায়ী বিদেশে ভ্রমণ, গাড়ি, দামি উপহারও পেয়ে থাকেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, মানুষকে প্রলোভনে ফেলানোর জন্য তাঁরা মাঝে মাঝেই লাখ লাখ টাকা দিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। সিআইডি সবাইকে পরামর্শ দিচ্ছে দুই মাসে টাকা দ্বিগুণ করা সম্ভব নয়। আপনারা কেউ এই ফাঁদে পা দেবেন না।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৮ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৮ মিনিট আগে