নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৪২ জন। যা আগেরদিন ছিল ২১৩ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২২১ জন। আর বাইরে ২১ জন। আগেরদিন ঢাকায় ভর্তি হয়েছিলেন ১৮৮ জন। ঢাকার বাইরে ২৫ জন।
দেশে চলতি মাসের ১২ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭৬ জন। আর গত জুলাই মাসে শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩১ জন, শিশু হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিএসএমএমইউতে ১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৫ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫১৬ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৮৯৬ জন। আর রাজধানীর ৪১টি সরকারি,বে-সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮২৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৭২ জন।

দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৪২ জন। যা আগেরদিন ছিল ২১৩ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২২১ জন। আর বাইরে ২১ জন। আগেরদিন ঢাকায় ভর্তি হয়েছিলেন ১৮৮ জন। ঢাকার বাইরে ২৫ জন।
দেশে চলতি মাসের ১২ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭৬ জন। আর গত জুলাই মাসে শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩১ জন, শিশু হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিএসএমএমইউতে ১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৫ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫১৬ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৮৯৬ জন। আর রাজধানীর ৪১টি সরকারি,বে-সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮২৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৭২ জন।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২২ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২৩ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২৮ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে