নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক নৃত্য দিবসে দুই দিনের জমকালো আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘মুক্ত সুরের ছন্দ’ শিরোনামে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এই আয়োজন অনুষ্ঠিত হবে।
আজ বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার লবিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এর পরে রয়েছে শোভাযাত্রা, আলোচনা ও নৃত্যানুষ্ঠান। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন। নাট্যশালার সামনে বেলুন উড়িয়ে নৃত্য দিবসের উদ্বোধন করা হবে। পরে নৃত্যশিল্পী, নাচের শিক্ষার্থী ও শিল্পকলার কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে শোভাযাত্রা বের হবে।
নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করবেন। সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করবে ভঙ্গিমা ড্যান্স থিয়েটার। ‘আদিবাসী নৃত্য’ পরিবেশন করবেন তপস্যা।
এ ছাড়া আরও নাচ পরিবেশন করবে আলিফিয়া ডান্স এটেলিয়ার, ভাবনা নৃত্যদল, রেওয়াজ পারফরমার্স স্কুল, কাথ্যাকিয়া–দ্য সেন্টার অব আর্টস, নৃত্যসুর, নাইম খান ডান্স কোম্পানি, দীক্ষা, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, নান্দনিক নৃত্য সংগঠন, নবীন নৃত্যশিল্পী, আর্টিস্ট্রি, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, কালারস অব হিল, বন্যা ললিতকলা একাডেমি, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নন্দন কলাকেন্দ্র ও ঘুঙুর নৃত্যালাপ।
এ ছাড়া ৬০-৭০ দশকের সিনেমার গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যভূমি।
পরদিন ৩০ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নৃত্য পরিবেশনায় অংশ নেবে ২৯টি দল। দুই দিনব্যাপী আয়োজন সবাই দেখতে পারবেন। ২৯ এপ্রিল প্রতিবছর বিশ্বব্যাপী নৃত্য দিবস হিসেবে পালন করা হয়।

আন্তর্জাতিক নৃত্য দিবসে দুই দিনের জমকালো আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘মুক্ত সুরের ছন্দ’ শিরোনামে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এই আয়োজন অনুষ্ঠিত হবে।
আজ বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার লবিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এর পরে রয়েছে শোভাযাত্রা, আলোচনা ও নৃত্যানুষ্ঠান। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন। নাট্যশালার সামনে বেলুন উড়িয়ে নৃত্য দিবসের উদ্বোধন করা হবে। পরে নৃত্যশিল্পী, নাচের শিক্ষার্থী ও শিল্পকলার কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে শোভাযাত্রা বের হবে।
নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনের শুরুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করবেন। সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করবে ভঙ্গিমা ড্যান্স থিয়েটার। ‘আদিবাসী নৃত্য’ পরিবেশন করবেন তপস্যা।
এ ছাড়া আরও নাচ পরিবেশন করবে আলিফিয়া ডান্স এটেলিয়ার, ভাবনা নৃত্যদল, রেওয়াজ পারফরমার্স স্কুল, কাথ্যাকিয়া–দ্য সেন্টার অব আর্টস, নৃত্যসুর, নাইম খান ডান্স কোম্পানি, দীক্ষা, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, নান্দনিক নৃত্য সংগঠন, নবীন নৃত্যশিল্পী, আর্টিস্ট্রি, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, কালারস অব হিল, বন্যা ললিতকলা একাডেমি, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নন্দন কলাকেন্দ্র ও ঘুঙুর নৃত্যালাপ।
এ ছাড়া ৬০-৭০ দশকের সিনেমার গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যভূমি।
পরদিন ৩০ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নৃত্য পরিবেশনায় অংশ নেবে ২৯টি দল। দুই দিনব্যাপী আয়োজন সবাই দেখতে পারবেন। ২৯ এপ্রিল প্রতিবছর বিশ্বব্যাপী নৃত্য দিবস হিসেবে পালন করা হয়।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে