নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের আজ মঙ্গলবার প্রথম দিন চলছে। অবরোধকারীরা ঝটিকা মিছিলে নিজেদের কর্মসূচি পালন করলেও সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। অনেক স্থানে মিছিল করতেও দেখা গেছে।
দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০টার দিকে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতা-কর্মীদের সংখ্যাও। সেখান আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন মহিউদ্দিন আহমেদ মহি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ। পরে তাঁরা গুলিস্তান এলাকায় মিছিলও করেন।
আবু আহমেদ মন্নাফী গণমাধ্যমকে বলেন, ২০১৪ সালে খালেদা জিয়ার ডাকা অবরোধ এখনো প্রত্যাহার করেনি বিএনপি। তারা রাজনীতির নামে উচ্ছৃঙ্খলতা, নৈরাজ্য, লুটপাট ও তারেক রহমানের হাওয়া ভবনের কর্মকাণ্ড এ দেশে আবার চালু করতে চায়। কিন্তু তা এ দেশে আর হবে না।
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও সকাল থেকে রাজপথে অবস্থান নিতে দেখা গেছে। মিরপুর-১, পল্লবী, তেজগাঁও, ফার্মগেট, তিব্বত মোড়, দারুসসালাম, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তাঁরা অবস্থান নিয়েছেন। নেতা-কর্মীরা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন সতর্ক অবস্থানে থেকে। ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি নেতা-কর্মীদের অবস্থানের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল ও সব সহযোগী সংগঠনের জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে সতর্ক অবস্থানে কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশ দেন।
পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতাসহ কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের আজ মঙ্গলবার প্রথম দিন চলছে। অবরোধকারীরা ঝটিকা মিছিলে নিজেদের কর্মসূচি পালন করলেও সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। অনেক স্থানে মিছিল করতেও দেখা গেছে।
দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০টার দিকে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতা-কর্মীদের সংখ্যাও। সেখান আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন মহিউদ্দিন আহমেদ মহি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ। পরে তাঁরা গুলিস্তান এলাকায় মিছিলও করেন।
আবু আহমেদ মন্নাফী গণমাধ্যমকে বলেন, ২০১৪ সালে খালেদা জিয়ার ডাকা অবরোধ এখনো প্রত্যাহার করেনি বিএনপি। তারা রাজনীতির নামে উচ্ছৃঙ্খলতা, নৈরাজ্য, লুটপাট ও তারেক রহমানের হাওয়া ভবনের কর্মকাণ্ড এ দেশে আবার চালু করতে চায়। কিন্তু তা এ দেশে আর হবে না।
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও সকাল থেকে রাজপথে অবস্থান নিতে দেখা গেছে। মিরপুর-১, পল্লবী, তেজগাঁও, ফার্মগেট, তিব্বত মোড়, দারুসসালাম, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তাঁরা অবস্থান নিয়েছেন। নেতা-কর্মীরা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন সতর্ক অবস্থানে থেকে। ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি নেতা-কর্মীদের অবস্থানের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল ও সব সহযোগী সংগঠনের জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে সতর্ক অবস্থানে কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশ দেন।
পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতাসহ কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে