উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দুষ্কৃতকারীদের ধরতে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১–এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ। রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাব-১ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘র্যাব ফোর্সেস রাজধানীসহ সারা বাংলাদেশে টহল কার্যক্রম জোরদার করেছে। যে সব দুষ্কৃতিকারীরা অপকর্ম করার চেষ্টা করেছে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আশা করি শিগগিরই তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারব।’
তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারীরা এবং জামায়াত-বিএনপি বিভিন্ন ধরনের ভেন্ডালিজম করেছে। প্রধান বিচারপতির বাস ভবনে আক্রমণ করেছে। সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেছে। পরবর্তীতে তারা হরতাল আহ্বান করেছে। হরতালকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পিকেটিং করে সম্মানিত যাত্রীদের জান–মালের ক্ষয়ক্ষতির পাঁয়তারা করছে। যারা নাগরিকদের জান–মালের ক্ষতি করার পাঁয়তারা করছে, তাদেরকে আইনের আওতায় সোপর্দ করার জন্য সারা বাংলাদেশে র্যাব ফোর্সেস কাজ করে যাচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যারা পোশাক শ্রমিকদের ইন্ধন দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’
র্যাব-১ কার্যালয়ের পাশেই জামায়াতের মিছিল ও গাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দুষ্কৃতিকারীরা পালিয়েছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের র্যাব-১–এর আওতাধীন এলাকায় দেড় ডজনেরও বেশি টহল গাড়ি টহল কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছে। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

দুষ্কৃতকারীদের ধরতে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১–এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ। রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুরে আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাব-১ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘র্যাব ফোর্সেস রাজধানীসহ সারা বাংলাদেশে টহল কার্যক্রম জোরদার করেছে। যে সব দুষ্কৃতিকারীরা অপকর্ম করার চেষ্টা করেছে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আশা করি শিগগিরই তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারব।’
তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারীরা এবং জামায়াত-বিএনপি বিভিন্ন ধরনের ভেন্ডালিজম করেছে। প্রধান বিচারপতির বাস ভবনে আক্রমণ করেছে। সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ করেছে। পরবর্তীতে তারা হরতাল আহ্বান করেছে। হরতালকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পিকেটিং করে সম্মানিত যাত্রীদের জান–মালের ক্ষয়ক্ষতির পাঁয়তারা করছে। যারা নাগরিকদের জান–মালের ক্ষতি করার পাঁয়তারা করছে, তাদেরকে আইনের আওতায় সোপর্দ করার জন্য সারা বাংলাদেশে র্যাব ফোর্সেস কাজ করে যাচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘যারা পোশাক শ্রমিকদের ইন্ধন দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।’
র্যাব-১ কার্যালয়ের পাশেই জামায়াতের মিছিল ও গাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ মুসতাক আহমদ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দুষ্কৃতিকারীরা পালিয়েছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের র্যাব-১–এর আওতাধীন এলাকায় দেড় ডজনেরও বেশি টহল গাড়ি টহল কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছে। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে